ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

লাল-সবুজ জার্সিতে মাঠ কাঁপাতে বাংলাদেশে পৌঁছলেন হামজা চৌধুরী

প্রকাশিত: ১৭:৪২, ১৭ মার্চ ২০২৫

লাল-সবুজ জার্সিতে মাঠ কাঁপাতে বাংলাদেশে পৌঁছলেন হামজা চৌধুরী

ছবি: সংগৃহীত

অবশেষে শেষ হলো অপেক্ষার প্রহর লাল সবুজ  জার্সিতে মাঠ কাঁপাতে বাংলাদেশে এসেছেন ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী | লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি | সিলেটে বিমানবন্দরে নেমে সমর্থকদের অভিবাদনে জবাব দিয়েছেন এই ফুটবলার হামজা চৌধুরী। নিজের প্রাথমিক প্রতিক্রিয়ায় ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ জয়ের আশাবাদ হামজার| বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে-

তিনি বলেন,'আমরা উইন করমু ,আমরা ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে আর ইনশাল্লাহ আমরা প্রোগ্রেস করতে পারমু ।' হামজা দেওয়ান চৌধুরী নিঃসন্দেহে এই মুহূর্তে দেশের ফুটবলের সবচাইতে বড়তারকা হামজা দেওয়ান চৌধুরী। কদিন ধরেই সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী না সাকিব আল হাসান| সেই বিতর্কে আসলে যাওয়ার কোন সুযোগ নেই বিতর্ক করারও কোন প্রয়োজন নেই। একজন ক্রিকেটার আরেকজন ফুটবলার, একজন দেশের ক্রিকেটকে দীর্ঘ সময় সার্ভিস দিয়েছেন আর একজন বাংলাদেশের প্রেমে পড়ে, বাংলাদেশের ফুটবলের প্রেমে পড়ে, দেশের প্রেমে পড়ে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য এসেছেন।

তিনি ঠিকঠাক ভাবে সার্ভিস দিলে তারকাছ থেকে ১০ থেকে ১২ বছর একটা সার্ভিস পেতে পারে জাতীয় ফুটবল দল নিশ্চয়ই তখন বলা যাবে যে আসলে দেশের প্রেক্ষাপটে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জন্য আসলে কতটুকু করলেন বা কতটুকু করেছেন|

একটি পরিচিত মুখ হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে, ইংলিশ ক্লাব লেস্টার সিটির একজন ফুটবলার| হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার। বছর তিনি লোনে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন। ২০০৫ সালে লেস্টার সিটির যুব দলে নাম লেখানোর পর ২০১৫ সালে সিনিয়র দলে অভিষেক হয় তার। ক্যারিয়ারে তিনি লেস্টার সিটি থেকে বিভিন্ন ক্লাবে লোনে খেলেছেন।এই ফুটবলার এখন যখন মাঠে পারফর্ম করেন তখন কমেন্টেটরসরা কিন্তু বলেন বেঙ্গল ব্লাড অর্থাৎ হামজার ট্যাগ লাইনও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে

এখানে কিন্তু শেষ নয় হামজার নিরাপত্তা দেখভাল করতে বিশেষ ব্যাবস্থা নিয়েছে প্রসাশন। ভক্তদের অভিবাদনের জবাব দিতে হামজার জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করেছে বাফুফে।হবিগঞ্জের বাহুবলে পৌঁছানোর পর বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকবে| সবকিছু মিলে বলা যেতেপারে রিসিপশনটা যেভাবে হওয়ার কথা ছিল সেটা হয়তো বা হয়নি তবে সামনে আসলে দিন ফুরিয়ে যাচ্ছে না সামনে আরো অনেক দিন রয়েছে সেখানে নিশ্চয়ই হামজাকে পাওয়া যাবে হামজাকে দেখা যাবে বাংলাদেশ ফুটবলের একজন প্রতিনিধি হয়ে।

মেহেদী

×