ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আইপিএলের ১৮তম আসর

উমরান মালিকের বদলে যাকে দলে নিলো কলকাতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৯, ১৭ মার্চ ২০২৫

উমরান মালিকের বদলে যাকে দলে নিলো কলকাতা

ছবি: সংগৃহীত

ক’দিন পরই মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসর। তার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার উমরান মালিক। তড়িঘড়ি করে তার বদলি হিসেবে চেতন সাকারিয়াকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আইপিএল নিলামে ৭৫ লাখ রূপিতে উমরানকে দলে নিয়েছিল কলকাতা। গত বছরের আইপিএলে হায়দ্রাবাদের হয়ে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন উমরান মালিক। এরপর থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন ২৫ বছর বয়সী এই পেসার। 

২০২১ আইপিএল থেকেই আলোচনায় আসেন উমরান মালিক। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করায় সকলেই তার প্রশংসা করেন। তবে ২০২৪-২৫ মৌসুমের দুলীপ ট্রফিতে খেলার সময় ডেঙ্গুতে আক্রান্ত হন উমরান। এরপর ইনজুরিতে পড়ে মাঠের বাইরেই রয়েছেন তিনি। 

অপরদিকে সাকারিয়া গত আইপিএলে কলকাতার দলেই ছিলেন। তবে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মেগা নিলামে তাকে ছেড়ে দেয় তারা। এরপর নিলামেও দল পাননি সাকারিয়া। এবার আবার সেই কলকাতাতেই ফিরলেন বাঁহাতি এই পেসার।

 

শহীদ

×