
ছবি: সংগৃহীত
বাংলাদেশে পা রেখেছেন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার আজ সকাল ১১টার কিছু আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। প্রথমে ইংরেজিতে কথা শুরু করলেও পরে সাংবাদিকরা বাংলায় তার মন্তব্য শুনতে চাইলে হামজা সিলেটি ভাষায় জবাব দেন।
শুরুতে ইংরেজিতে তিনি বলেন, "এমন অসাধারণ দৃশ্য দেখে আমি মুগ্ধ। খুব ভালো লাগছে। আশা করছি আমরা দুটি ম্যাচই জিতব এবং দ্রুত উন্নতি করব।"
এরপর, সিলেটি ভাষায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামজা বলেন, "ইনশাআল্লাহ, আমরা উইন খরমু। আমাদের বড় স্বপ্ন আছে। আমি কোচ হাভিয়েরের সাথে কথা বলেছি। আর ইনশাআল্লাহ, আমরা জয়লাভ করে উন্নতি করব।"
হামজা চৌধুরী, বাংলাদেশে পা রাখার পর তাকে বাফুফে সম্মাননা জানায়। বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি। হামজা প্রথমবারের মতো মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হিসেবে নিজের শেকড়ের মাটিতে পা রাখলেন।
শিহাব