ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

এমবাপের জোড়া গোলে রক্ষা রিয়ালের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৬, ১৭ মার্চ ২০২৫

এমবাপের জোড়া গোলে রক্ষা রিয়ালের

.

স্প্যানিশ লা লিগায় জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। শনিবার লস ব্ল্যাঙ্কোসরা প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারিয়েছে ভিয়ারিয়ালকে। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক কিলিয়ান এমবাপে। রিয়ালের হয়ে যে দুটি গোলই করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা। সেইসঙ্গে স্প্যানিশ লা লিগার শীর্ষ স্থানটাও ফিরে পেয়েছে কার্লো আনচেলত্তির দল। যদিওবা রিয়াল মাদ্রিদের চেয়ে দুটি ম্যাচ কম  খেলেছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। রবিবার পর্যন্ত ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করে রিয়াল। যেখানে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ২৭ ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
গত বুধবার নাটকীয় টাইব্রেকার শেষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে রিয়াল মাদ্রিদ। তার ঠিক ৬৬ ঘণ্টা পরই শনিবার মাঠে নামতে হয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের। ভিয়ারিয়ালের মাঠে এদিন ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে আনচেলত্তির দল। ৭ মিনিটেই গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসে ভাসার উপলক্ষ্য এনে দেন অধিনায়ক জুয়ান ফোয়েথ। তবে পিছিয়ে পড়ার পরই যেন জ্বলে ওঠে আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের ১৭ মিনিটেই গোল করে সফরকারীদের সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। দলকে শুধু সমতায় ফিরিয়েই অবশ্য থেমে থাকেননি এমবাপে। ৬ মিনিট পর গোল করে রিয়াল মাদ্রিদকে লিডও এনে দেন তিনি। লুকাস ভাজকুয়েজের অ্যাসিস্ট থেকে চলতি মৌসুমে লা লিগায় ২০তম  গোল করেন এমবাপে। চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় যা দ্বিতীয় সর্বোচ্চ। এমবাপের চেয়ে ১টি গোল বেশি করে এই তালিকার শীর্ষে অবস্থান করছেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি।
তবে ম্যাচ জিতে শীর্ষে ফিরলেও খুশি নন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। কেননা, ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে যে দুটি ম্যাচ খেলতে হয়েছে তাদের। ম্যাচ শেষে তাই কর্তৃপক্ষকে কড়া সতর্কবার্তা দিয়ে রাখলেন আনচেলত্তি। তিনি বলেন, আজই শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে খেলতে নামলাম। ৭২ ঘণ্টার বিশ্রাম না দিলে আর খেলব না। ম্যাচের সময় বদলানোর জন্য লা লিগাকে আমরা দুবার বলেছি। কিন্তু তারা কিছুই করেনি। এটাই শেষবার। ২০২৩ সালে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার জন্য দুটি ম্যাচের মধ্যে কমপক্ষে ৭২ ঘণ্টা বিরতি রাখার নির্দেশনা দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কিন্তু চূড়ান্ত সূচি প্রণয়নের ক্ষমতা টুর্নামেন্ট কর্তৃপক্ষের হাতে থাকায় এসব ক্ষেত্রে হস্তক্ষেপ করতে দেখা যায় না ফিফা কর্তৃপক্ষকে।

×