
ছবি: সংগৃহীত
মাঠ ও মাঠের বাইরে ভারতই যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক, সন্দেহ নেই। আইপিএল তো রীতিমতো টাকার খেলা। সেই পথে এগোচ্ছে দেশটির মেয়েদের ক্রিকেটও।
দ্বিতীয়বারের মতো মেয়েদের আইপিএলের (ডব্লুপিএল) শিরোপা জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফের স্বপ্নভঙ্গ দিল্লি ক্যাপিটালসের, হারমানপ্রীত কৌরের দল রুদ্ধশ্বাস ফাইনাল জিতেছে ৮ রানে। দুইবার ফাইনালে উঠে, দুবারই দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন মুম্বাই।
দ্বিতীয়বারের মতো উইমেন্স প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, রুদ্ধশ্বাস ফাইনালে ৮ রানে হারালো দিল্লিকে। মুম্বাইয়ের ১৪৯/৭ তাড়া করতে নেমে দিল্লি আটকে গেল ১৪১/৯ স্কোরে। ২০২৩ সালের ফাইনালের বদলা নেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দিল্লি।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছে ট্রফি ও ৬ কোটি রুপি। বংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে আট কোটি। রানার্সআপ দিল্লি ক্যাপিটালস রানার্সআপ ট্রফি ও ৩ কোটি রুপি বা প্রায় সোয়া ৪ কোটি টাকা।
এছাড়া-
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট (৫২৩ রান ও ১২ উইকেট) : ন্যাট-শাইভার ব্রান্ট (৫ লাখ রুপি ও স্মারক)
অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ ৫২৩ রান) : ন্যাট-শাইভার ব্রান্ট (৫ লাখ রুপি ও স্মারক)
বেগুনি ক্যাপ (সর্বোচ্চ ২৩ উইকেট) : অ্যামেলিয়া কের (৫ লাখ রুপি ও স্মারক)
উদীয়মান ক্রিকেটার : আমনজ্যোৎ কৌর (৫ লাখ রুপি ও ট্রফি)
গ্রিন ডট বল অব দ্য সিজন : শাবনিম ইসমাইল (৫ লাখ রুপি ও ট্রফি)
ক্যাচ অব দ্য সিজন : অ্যানাবেল সাদারল্যান্ড (৫ লাখ রুপি ও ট্রফি)
সিক্সেস অব দ্য সিজন : অ্যাশলে গার্ডনার (৫ লাখ রুপি ও ট্রফি)
সুপার স্ট্রাইকার অব দ্য সিজন : শিনেল হেনরি (গাড়ি)
প্লেয়ার অব দ্য ফাইনাল : হরমনপ্রীত কৌর (২.৫ লাখ রুপি ও স্মারক)
ক্যাচ অব দ্য ফাইনাল : অ্যামেলিয়া কের (১ লাখ রুপি ও স্মারক)
ডট বল অব দ্য ফাইনাল : মারিজান ক্যাপ (১ লাখ রুপি ও স্মারক)
সিক্সেস অব দ্য ফাইনাল : হরমনপ্রীত কৌর (১ লাখ রুপি ও স্মারক)
সুপার স্ট্রাইকার অব দ্য ফাইনাল : মারিজান ক্যাপ (গাড়ি)
মিরাজ/আবীর