
.
এক রাউন্ড আগেই লিজেন্ডস অব রূপগঞ্জ ছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে। যদিও তাদের পয়েন্ট সমান ছিল আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের। নেট রানরেটে এগিয়ে থাকায় সবার ওপরে ছিল লিজেন্ডসরা। কিন্তু শনিবার তাদের নিচে নামিয়েছে মোহামেডান এবং সেই সুযোগে শীর্ষস্থান দখল করেছে আবাহনী। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহামেডান। একই দিনে বিকেএসপির দুই মাঠে আবাহনী ৮০ রানে ব্রাদার্স ইউনিয়নকে এবং গাজী গ্রুপ ৯৪ রানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে। তিন দলই ডিপিএল শুরু করে হার দিয়ে, কিন্তু এখন টানা চতুর্থ জয় পেয়েছে তারা। সমান ৮ পয়েন্ট হলেও নেট রানরেটের তারতম্যে আবাহনী শীর্ষে, গাজী গ্রুপ দ্বিতীয় ও মোহামেডান তৃতীয় স্থানে এখন।
মিরপুরে আগে ব্যাট করতে নেমে মোহামেডান ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৩ রান করতে পেরেছে। মাত্র ৭.৩ ওভারেই ৪৮ রানের উদ্বোধনী জুটি গড়েন অধিনায়ক তামিম ইকবাল ও রনি তালুকদার। তামিম ২৫ বলে ৬ চারে ২৮ ও রনি ৩৯ বলে ৭ চারে ৩৬ রানে সাজঘরে ফেরেন। পরবর্তীতে মাহিদুল ইসলাম অঙ্কন ৬৭ বলে ২ চার, ২ ছক্কায় ৪২ এবং তাওহিদ হৃদয় ৭৬ বলে ৩ চার, ২ ছক্কায় ৬৬ রান করলে লড়াকু পুঁজি পায় মোহামেডান। লিজেন্ডসের পক্ষে ৫৪ রানে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তানজিম হাসান সাকিব নেন ২ উইকেট। জবাবে লিজেন্ডসরা প্রথম থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে। তানজিদ হাসান ১১, সৌম্য সরকার ০, সাইফ হাসান ১১, আফিফ হোসেন ১৪ ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ১১ রানে সাজঘরে ফিরলে মাত্র ৫১ রানেই ৫ উইকেট হারায় তারা। পরে জাকের আলী অনিক ৪৬ বলে ১ চার, ২ ছক্কায় ২৫ ও শেখ মেহেদি হাসান ৪৯ বলে ৭ চার, ১ ছয়ে ৪৩ রান করলেও ৩৭.২ ওভারে মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায় লিজেন্ডস। মেহেদি হাসান মিরাজ ৯.২ ওভারে ৩ মেডেনে ৩৮ রানে ৪টি ও প্রথম ম্যাচ খেলতে নেমে ডানহাতি পেসার তাসকিন আহমেদ ৭ ওভারে ৩৩ রানে ৩টি উইকেট নেন। ২টি উইকেট মোহাম্মদ সাইফউদ্দিনের। ৯৪ রানের বড় জয় পায় মোহামেডান।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনী আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১০ রানের বড় সংগ্রহ পায়। মুমিনুল হক মাত্র ৭৪ বলে ৭ চার, ৪ ছক্কায় ৯২ এবং মোহাম্মদ মিঠুন ৮৬ বলে ৩ চার, ২ ছক্কায় ৭১ রান করেন। ব্রাদার্সের পেসার আলআমিন হোসেন ২ উইকেট নেন। জবাবে ২৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে থাকা ব্রাদার্স রানের গতি বাড়াতে পারেনি। অধিনায়ক মাইশুকুর রহমান পাঁচে নেমে দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি মাত্র ৭৮ বলে ৩ চার, ৪ ছক্কায় ৮৪ রান করেন। তবু ৫০ ওভারে ৭ উইকেটে ২৩০ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স। মিজানুর রহমান ৫৩ বলে ২ চার, ৩ ছক্কায় ৪৫ ও অলক কাপালি ৩৮ বলে ২ চার, ১ ছয়ে ৩৩ রান করেন। মোসাদ্দেক হোসেন ও এসএম মেহেরব ২টি করে উইকেট নেন। ৮০ রানের জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে আবাহনী। বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংককে ৯৪ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে গাজী গ্রুপ। আগে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংকের বোলারদের দাপটে বেশিদূর যেতে পারেনি গাজী গ্রুপ। ৪৩.৪ ওভারে মাত্র ১৮৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। অধিনায়ক এনামুল হক বিজয় ৪৪ বলে ৫ চার, ১ ছয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব ৭১ বলে ২ চারে করেন ৩৫।
নাহিদুল ইসলাম ও আরাফাত সানি ৩টি করে এবং রিশাদ হোসেন ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে প্রাইম ব্যাংক চরম ব্যাটিং ব্যর্থতায় ২৩.২ ওভারে ৮৯ রানেই থেমে যায়। রিশাদ ২২ বলে ২ চার, ১ ছয়ে সর্বোচ্চ ২১ রান করেন। বাঁহাতি স্পিনার আবু হাসিম ১২ রানে ৩টি এবং লিওন ইসলাম ও শেখ পারভেজ জীবন ২টি করে উইকেট নেন।