
ইতালির তুরিনে স্পেশাল অলিম্পিকে স্বর্ণপদক জয়ী বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা ছবি : সংগৃহীত
অসাধারণ সাফল্যগাঁথার মধ্য দিয়ে বাংলাদেশের স্পেশাল অলিম্পিকে মিশন শেষ হয়েছে। স্পেশাল অলিম্পিক উইন্টার গেমসের ফ্লোরবলে আজ শনিবার (১৫ মার্চ) স্বর্ণপদক জয় করেছেন বাংলার সোনার মেয়েরা।ইউক্রেনকে হারিয়ে এই কৃতিত্ব দেখিয়েছেন স্বর্ণা-ফাতেমারা। ইতালির তুরিনে প্রতিযোগিতায় মেয়েদের ফ্লোরবল ইভেন্টের ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়েছে লাল-সবুজের দেশ বাংলাদেশ।
ফাইনালে বাংলাদেশের হয়ে গোল করেন স্বর্ণা আক্তার, ফাতেমা আক্তার, ফাবিয়া খাতুন ও তামাল্লিন। ম্য্যাচটিতে বাংলাদেশ ফ্লোরবল দলের হয়ে খেলছেন ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।
অলিম্পিক গেমসে বাংলাদেশ কখনো পদক জিততে পারেনি। তবে স্পেশাল অলিম্পিকে অনেক পদক জিতেছে বাংলাদেশ। মূল অলিম্পিকের মতো স্পেশাল অলিম্পিকেও আছে সামার উইন্টার গেমস। ইতালির তুরিনে স্পেশাল অলিম্পিকের উইন্টার গেমসে বাংলাদেশ নারী ফ্লোরবল দল সবার সেরা হয়েছে।
গত আসরেও বাংলাদেশ এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল। ফ্লোরবল দলে বাংলাদেশের কোচ বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন রাজু। এই দলের দলনেতা হিসেবে আছেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম আর উপ দলনেতা আরেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা।
বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে দুই ধরনের অলিম্পিক গেমস হয়। যারা শারীরিকভাবে প্রতিবন্ধক তারা প্যারা অলিম্পিক আর যারা মানসিকভাবে তারা স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করেন। বাংলাদেশের সফলতা মূলত স্পেশাল অলিম্পিকেই। সামার স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রতি আসরে অসংখ্য পদক জয়লাভ করে।
জাহিদুল/আফরোজা