
ব্রাজিলের জার্সিতে ফেরার অপেক্ষাটা আরও বাড়ল নেইমারের
শঙ্কাটা জেগেছিল আরও আগেই। অস্বস্তি বোধ করায় সান্তোসের হয়ে সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি নেইমার। শেষ পর্যন্ত সেই শঙ্কাই বাস্তবে রুপ নিল। চোটের কারণে এবার জাতীয় দল থেকেও ছিটকে গেলেন নেইমার।
তাতে নেইমার ভক্তদের দুঃখ আরও বাড়ল। দীর্ঘ ১৭ মাসেরও বেশি সময় পর ব্রাজিল দলে ডাক পেলেও শেষ পর্যন্ত আবার ছিটকে যেতে হলো। ইনজুরি থেকে মুক্ত হয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নেইমারও দুর্দান্ত পারফর্ম করছিলেন। যে কারণে সেলেসাওদের জার্সিতে তার ফেরাটাকে কেবলই সময়ের ব্যপার মনে করেছিলেন অনেকে।
নতুন করে ইনজুরিতে পড়ায় নেইমারও চরম হতাশ। এ প্রসঙ্গে ইন্সটাগ্রামে সাবেক বার্সা ফরোয়ার্ড লিখেছেন, 'ফেরাটা খুব কাছেই মনে হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্য যে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সিটা আমি পড়তে পারছি না।'
বিশ্বকাপ বাছাই পর্বে ১২ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে আছে ব্রাজিল। পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে সেলেসাওরা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এরপর বুয়েনস এইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি হবে ২৬ মার্চ।
এই দুই ম্যাচের জন্য নেইমারের বদলী হিসেবে এনড্রিককে দলে ডেকেছেন ডোরিভাল জুনিয়র। ১৮ বছর বয়সী এই তরুণ এখন দুর্দান্ত ফর্মে। সবধরনের প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৮ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে প্রতিপক্ষের জালে ৬ বার বল জড়িয়েছেন এনড্রিক। ব্রাজিলের হয়ে ১৩ ম্যাচে করেছেন ৩ গোল।
মোস্তফা/আশিক