
.
উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, অ্যাথলেটিক ক্লাব, ল্যাযিও এবং লিও। তবে ইউরোপের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের শেষ ষোলো থেকেই বিদায় ঘণ্টা বেজে গেছে ডাচ ক্লাব আয়াক্স এবং তুরস্কের ফেনারবাখের।
উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে বাড়ি ফিরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় লেগে সোসিয়েদাদকে রীতিমতো উড়িয়েই দিল রুবেন আমোরিমের দল। ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিকের সৌজন্যে রেড ডেভিলরা এদিন ৪-১ গোলে হারায় রিয়াল সোসিয়েদাদকে। ফলে দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ৫-২ ব্যবধানে স্প্যানিশ ক্লাবটিকে হারিয়ে ইউরোপা লিগের শেষ আটের টিকিট নিশ্চিত করে। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পার প্রথম লেগে এজেডের মাঠে ১-০ গোলে হেরেছিল। কিন্তু বৃহস্পতিবার দ্বিতীয় লেগে তাদের মাঠে ৩-১ ব্যবধানে পরাজিত করে এজেডকে। ফলে সমষ্টিগতভাবে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় স্পার্সরা।
এদিকে প্রথম লেগে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থাকা ইতালিয়ান ক্লাব রোমা দ্বিতীয় লেগে ৩-১ ব্যবধানে হারের লজ্জা পায়। তাতে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটে পৌঁছে যায় স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক। তবে আয়াক্স বিদায় নিয়েছে জার্মান ক্লাব ফ্র্যাঙ্কফুর্টের কাছে হেরে। প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ফ্র্যাঙ্কফুর্ট দ্বিতীয় লেগে বৃহস্পতিবার ৪-১ গোলের বড় জয় পায়। তাতেই সব মিলিয়ে ৬-২ ব্যাবধানে হেরে বিদায় নিশ্চিত হয় ডাচ ক্লাব আয়াক্সের। এদিকে রেঞ্জার্সের বিপক্ষে দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতে শেষ আটে খেলার সম্ভাবনা জাগিয়েছিল ফেনেরবাখ। কিন্তু সমষ্টিগত ভাবে ৩-৩ সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় রেঞ্জার্স।