ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আইপিএলে নিষিদ্ধ হয়ে ব্রুকের ইতিহাস! 

প্রকাশিত: ২০:৩৫, ১৪ মার্চ ২০২৫

আইপিএলে নিষিদ্ধ হয়ে ব্রুকের ইতিহাস! 

হ্যারি ব্রুক

ফিক্সিং কিংবা নিয়ম ভঙ্গের দায়ে নয়, টানা দুই মৌসুম নিলামে সুযোগ পেয়েও নাম প্রত্যাহার করে নেওয়ায় দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ হলেন ইংলিশ তারকা হ্যারি ব্রুক! ইন্ডিয়ান বোর্ড(বিসিসিআই)নতুন এই নিয়ম করার পর ব্রুকই প্রথম ক্রিকেটার যিনি নিষিদ্ধ হলেন। 

২০২৫ আইপিএলের জন্য ব্রুককে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। গত রবিবার ২৬ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার জানিয়ে দেন, ব্যক্তিগত কারণে তিনি নামবেন না আসন্ন আইপিএলের মঞ্চে। ২০২৪ আইপিএলে দিল্লি তাকে দলে এনেছিল ৪ কোটি রুপিতে। কিন্তু সেবার তিনি খেলেননি দাদীর মৃত্যুশোকে।

এবার আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে চেয়ে ক্রিকেটবিশ্বের সবচেয়ে আকর্ষণীয় লিগে নেই ব্রুক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন জস বাটলার। নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে শক্ত অবস্থানে আছেন ব্রুক।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ব্রুককে নিষিদ্ধ করার ব্যাপারে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) তরফ থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) অবগত করা হয়েছে।

প্রতিভাবান ব্রুক আইপিএলের একটি আসরে মাঠে নেমেছেন। ২০২৩ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনি ৫৫ বলে সেঞ্চুরি করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। তবে সেঞ্চুরির বাইরে ব্যর্থ হয়ে মৌসুম শেষ করেন ১১ ম্যাচে মোট ১৯০ রান নিয়ে।

আইপিএলের ১৮তম আসর শুরু হবে আগামী ২২ মার্চ থেকে। 

 

মিরাজ / রাজু

×