ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবে যা হলো...

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২০:৩৫, ১৪ মার্চ ২০২৫

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবে যা হলো...

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের আয়োজনে পবিত্র রমজান মাস উপলক্ষে ‘দোয়া মাহফিল ও ইফতার ২০২৫’ অত্যন্ত ভাবগম্ভীর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (১৪ মার্চ)। ঢাকা লেডিজ ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাব সদস্য, শিক্ষকমণ্ডলী ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ক্লাব প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষকবৃন্দও ক্লাবের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।

দোয়া মাহফিল শেষে অতিথিদের জন্য সুসজ্জিত ও পরিপূর্ণ ইফতারের আয়োজন করা হয়। রমজানের পবিত্রতা ও ইফতারের আনন্দ একসঙ্গে ভাগ করে নেওয়ার মাধ্যমে এই আয়োজন এক অনন্য মানবিক ও আত্মিক অভিজ্ঞতায় পরিণত হয়।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড ভবিষ্যতেও এ ধরনের অর্থবহ ও সৌহার্দ্যপূর্ণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

রুমেল খান/আবীর

×