
ছবিঃ সংগৃহীত
২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে পাকিস্তান বাংলাদেশ সফরে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। সফরটি মূলত সীমিত ওভারের ম্যাচগুলোর জন্য নির্ধারিত হবে।
এর আগে, আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, বাংলাদেশ দল ২০২৫ সালের মে মাসে পাকিস্তান সফর করবে। সফরটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফারুক আহমেদ জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির সাইডলাইনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভির সঙ্গে বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের পারস্পরিক সফর নিয়ে আলোচনা হয়েছে।
ফারুক বলেন, "পিসিবি আমাদের জানিয়েছে যে, তারা এফটিপির বাইরে বাংলাদেশ সফর করতে চায়। জুলাইয়ে একটি সংক্ষিপ্ত সফর হতে পারে, যা আমরা প্রায় নিশ্চিত করেছি। চূড়ান্ত হলে আমরা জানিয়ে দেব।"
এছাড়া, ভবিষ্যতে পাকিস্তানে আয়োজিত কোনো ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অংশ নিতে পারে কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
সূত্রঃ ইএসপিএন ক্রিক ইনফো
ইমরান