ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

মাহমুদুল্লাহর অবসরে সাকিবের আবেগঘন বার্তা

প্রকাশিত: ১১:১৩, ১৩ মার্চ ২০২৫

মাহমুদুল্লাহর অবসরে সাকিবের আবেগঘন বার্তা

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর সতীর্থ সাকিব আল হাসান আবেগঘন বার্তা দিয়েছেন।

ফেসবুকে পোস্ট করে সাকিব লেখেন, “রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং আপনার নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।”

সাকিবের এই পোস্ট ক্রিকেটপ্রেমীদের মাঝে আবেগের সঞ্চার করেছে। দীর্ঘ ক্যারিয়ারে মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন। তাঁর নেতৃত্ব ও পারফরম্যান্স বহু স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছে টাইগার ভক্তদের।

মাহমুদুল্লাহর বিদায়ের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট এক যুগের অবসান দেখল, তবে তাঁর স্মরণীয় পারফরম্যান্স চিরকাল ভক্তদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।

আবীর

×