ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

টানা তিন জয় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর, শীর্ষে লিজেন্ডস অব রূপগঞ্জ

তামিমের টানা দুই সেঞ্চুরি, উড়ছে মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৪১, ১৩ মার্চ ২০২৫

তামিমের টানা দুই সেঞ্চুরি, উড়ছে মোহামেডান

মোহামেডান অধিনায়ক তামিম ইকবালের (বাঁয়ে), অন্যদিকে লিজেন্ডস অব রূপগঞ্জকে জিতিয়ে মাঠ ছাড়ছেন সৌম্য সরকার

যাত্রাটা শুভ হয়নি। দেশের সেরা তারকাদের দলে ভিড়িয়ে বেশ শক্তিধর হিসেবেই নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু হার দিয়ে এবার ঢাকা প্রিমিয়ারা ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু করে তারা। সেখান থেকে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। বিশেষ করে অধিনায়ক তামিম ইকবালের দুর্দান্ত পারফর্ম্যান্সে দুর্বার হয়ে উঠেছে মোহামেডান।

তামিমের টানা দ্বিতীয় শতকে আরেকটি জয় পেয়েছে তারা। বুধবার ডিপিএলের ৩টি ম্যাচেই ছিল রান খরা। এর মধ্যেই বিকেএসপির ৩ নম্বর মাঠে তামিম ১০৫ রানের হার না মানা ইনিংস উপহার দিলে মোহামেডান ৯ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। এটি টানা তৃতীয় জয় তাদের। একই গতিতে এগিয়ে চলেছে আবাহনী লিমিটেডও। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন তারা ৮ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে।

বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এখন ৪ ম্যাচে ৩টি করে জিতে ৬ পয়েন্ট বুধবার বিজয়ী ৩ দলের। তবে রানরেটের কারণে এগিয়ে থেকে শীর্ষে রূপগঞ্জ, দ্বিতীয় আবাহনী ও তৃতীয় স্থানে মোহামেডান। মিরপুর টস জিতে আগে পারটেক্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। বাঁহাতি স্পিন অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বির বিধ্বংসী বোলিংয়ে পারটেক্স ৩৩.১ ওভারে ১০০ রানে গুটিয়ে যায়।

ওপেনার জয়রাজ শেখ ৫৯ বলে ৪ চার, ১ ছক্কায় ৩৬ ও অধিনায়ক সাব্বির রহমান ৪৪ বলে ৩ চারে ২৩ রান করেন। মাহফুজুর ৯ ওভারে ২ মেডেনে ১৮ রান দিয়ে নেন ৫ উইকেট। ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন। জবাবে আবাহনী মাত্র ১৪.৩ ওভারে ২ উইকেটে ১০১ রান তুলে জয় ছিনিয়ে নেয়। পারভেজ হোসেন ইমন ৫০ বলে ৬ চার, ৩ ছয়ে ৫৫ ও মোসাদ্দেক ২৭ বলে ৩ চার, ২ ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন। তানভীর হোসেন নেন ২ উইকেট।

বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডানের বিপক্ষে ব্রাদার্স ৪৮.৪ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায়। তাইজুল ইসলাম ৪টি ও আবু হায়দার রনি ৩টি উইকেট নেন। ইমতিয়াজ হোসেন ৫৯ বলে ৭ চারে ৪৩ ও আইচ মোল্লা ৫৫ বলে ৪ চারে ৩২ রান করেন। জবাবে মোহামেডান ৩২.৫ ওভারে ১ উইকেটে ১৯১ রান তুলে বিশাল জয় ছিনিয়ে নেয়। তামিম ৯৬ বলে ৯ চার, ৪ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন।

আগের ম্যাচেও ১২৫ রানের ইনিংস খেলেছেন তিনি। তার এই দুর্দান্ত শতকে আরেকটি জয় পায় মোহামেডান। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৯৬ বলে ৬ চার, ৩ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন। এটি মোহামেডানের টানা তৃতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে এখন টেবিলের তিনে অবস্থান তাদের। 
বিকেএসপির ৪ নম্বর মাঠে ২৯.৫ ওভারে মাত্র ১৫২ রানেই গুটিয়ে গেছে। ফর্মের তুঙ্গে থাকা নাইম শেখ একাই দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনি এদিনও ৮৩ বলে ৪ চার, ৫ ছক্কায় ৮১ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন। কিন্তু বাকিরা হয়েছেন ব্যর্থ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে প্রাইম ব্যাংক। শাহাদাত হোসেন দিপু ১৮ বলে ২ চার, ১ ছয়ে ২০ ও শামীম হোসেন ১১ রান করেন।

আর কেউ দুই অঙ্কে পৌঁছুতে পারেননি। সাইফ হাসান ১০ ওভারে ৩৭ রানে ৪টি এবং পেসার তানজিম হাসান সাকিব ৫.৫ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের জোড়া অর্ধশতকে ২৬ ওভার ৪ বল হাতে রেখে জয় তুলে নেয়। তারা মাত্র ২৩.২ ওভারে ২ উইকেটে ১৫৪ রান করে ৮ উইকেটের বড় জয় পায়। তানজিদ মাত্র ৪৯ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করে সাজঘরে ফেরেন।

কিন্তু ওয়ানডাউনে নেমে সৌম্য ৪০ বলে ৫ চার, ২ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন। নাহিদুল ইসলাম ও রিশাদ হোসেন ১টি করে উইকেট নেন। এই জয়ে রূপগঞ্জ ৪ ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট অর্জন করে শীর্ষে উঠে এসেছে। নেট রানরেটে সমান পয়েন্ট পাওয়া আবাহনী ও মোহামেডানের চেয়ে এগিয়ে আছে তারা।

×