
মাহমুদুল্লাহ রিয়াদ
২০২১ সালের নভেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদুল্লাহ রিয়াদ। গত বছরের অক্টোবরে বিদায় জানান টি২০ ফরম্যাটকে। কেবল ওয়ানডেতে খেলে যাচ্ছিলেন তিনি, এবার সেই ফরম্যাট থেকেও নিজেকে গুটিয়ে নিলেন দীর্ঘ ১৮ বছর ধরে বাংলাদেশ দলের হয়ে খেলা মাহমুদউল্লাহ। বুধবার রাতে ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন বাংলাদেশের অলরাউন্ডার।
মাহমুদউল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।’
৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ আরও লিখেছেন, ‘আমার বাবা-মা, আমার শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ, যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে পাশে থেকেছেন ও পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা কঠিন সময়ে আমার পাশে ছিলেন। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে।’
একদম শেষে আক্ষেপ প্রকাশ পেয়েছে তার লেখাতে, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও এগিয়ে যেতে হয়। শান্তি.... আলহামদুল্লিাহ।’ পরিশেষে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন এই অলরাউন্ডার, ‘আমার টিম এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’
২০০৭ সালের জুলাইয়ে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মাহমুদুল্লাহ। পরের মাসেই নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি২০ অভিষেক। টেস্টে শুরু ২০০৯ সালের জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। ৫০ টেস্টে ৫ সেঞ্চুরি ও ১৬ হাফ সেঞ্চুরিতে ৩৩.৪৯ গড়ে রান ২৯১৪। অফস্পিনে নিয়েছেন ৪৩ উইকেট। ২৩৯ ওয়ানডেতে রান ৫৬৮৯। সেঞ্চুরি ৪ ও হাফ সেঞ্চুরি ৩২টি। উইকেট ৮২। টি২০তে ৮ ফিফটিতে রান ২৪৪৪। উইকেট ৪১টি।