ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

অবসরের ঘোষণা দিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না’

প্রকাশিত: ২২:৫৩, ১২ মার্চ ২০২৫; আপডেট: ২৩:০০, ১২ মার্চ ২০২৫

অবসরের ঘোষণা দিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার বিদায়ের ঘোষণা দেন।

পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, "সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি...আলহামদুলিল্লাহ।"

তিনি আরও জানান, "সব প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।"

মাহমুদউল্লাহ তার সতীর্থ, কোচ, এবং বিশেষ করে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমি কৃতজ্ঞতা জানাই আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।"

এছাড়া, তিনি তার পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "বিশেষ ধন্যবাদ জানাই আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুরকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকে আমার পাশে ছিলেন একজন কোচ ও পরামর্শক হিসেবে।"

শেষে তিনি তার স্ত্রী ও সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "এবং আমার স্ত্রী ও সন্তানদের প্রতি কৃতজ্ঞতা, যারা আমার সুখ-দুঃখের সঙ্গী ছিল। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজের জার্সিতে মিস করবে।"

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করা মাহমুদউল্লাহ সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়ানডে ম্যাচে জাতীয় দলের হয়ে খেলেছেন।

মাহমুদউল্লাহ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে অবসর নেন এবং ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলে আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেন।

তিনি তার বিদায়ী বার্তায় বলেন, "সবকিছু সবসময় পরিপূর্ণভাবে শেষ হয় না, তবে আপনাকে এগিয়ে যেতে হয়। আলহামদুলিল্লাহ, শান্তি..."

মাহমুদউল্লাহর বিদায়ের সঙ্গে এক সপ্তাহের মধ্যে জাতীয় দলের আরেক তারকা মুশফিকুর রহিমও ওয়ানডে থেকে অবসর ঘোষণা করেন।

এম.কে.

×