ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

আমার ছেলে আমাকে লাল-সবুজের জার্সিতে খুব মিস করবে: মাহমুদউল্লাহ

প্রকাশিত: ২২:৪১, ১২ মার্চ ২০২৫

আমার ছেলে আমাকে লাল-সবুজের জার্সিতে খুব মিস করবে: মাহমুদউল্লাহ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার ঘোষণা দেন। এর আগে, ২০২১ সালে টেস্ট ক্রিকেট এবং ২০২৪ সালে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন এই ৩৯ বছর বয়সী তারকা।

মাহমুদউল্লাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, “সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞ, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন। আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সবাই, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে ধন্যবাদ জানাই, যিনি শৈশব থেকেই আমার কোচ ও মেন্টর হিসেবে পাশে ছিলেন।

এছাড়াও, আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে থেকেছে। আমি জানি, আমার ছেলে রাঈদ আমাকে লাল-সবুজের জার্সিতে খুব মিস করবে। সব কিছু পারফেক্টভাবে শেষ হয় না, তবে জীবনে এগিয়ে যেতে হয়। শান্তি, আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা।”

দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাহমুদউল্লাহ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার অবসরে বাংলাদেশ ক্রিকেট এক অভিজ্ঞ নেতাকে হারালো।

সূত্রঃ ইএসপিএন ক্রিক ইনফো

ইমরান

×