ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মাহমুদুল্লাহ রিয়াদের অবসরে শ্রদ্ধা জানিয়ে তৌহিদ হৃদয়ের ফেসবুক পোস্ট

প্রকাশিত: ২২:১১, ১২ মার্চ ২০২৫; আপডেট: ২২:১৩, ১২ মার্চ ২০২৫

মাহমুদুল্লাহ রিয়াদের অবসরে শ্রদ্ধা জানিয়ে তৌহিদ হৃদয়ের ফেসবুক পোস্ট

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তার এই বিদায়ে আবেগঘন পোস্ট করেছেন জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়।

নিজের ফেসবুক পেজে হৃদয় লিখেছেন, “ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত‍্যেকটা ব্রিলিয়ান্ট মুহূর্তের জন‍্য ধন‍্যবাদ মাহমুদুল্লাহ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিল ‘পেইন-কিলার’। এমন অনেক ম‍্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের রিলিফ আপনার থেকে উপহার পেয়েছি। আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সবসময় ছিলেন। অবসর জীবনের জন‍্য শুভকামনা!!”

মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বহু স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন, বিশেষ করে শেষ মুহূর্তে দলকে জেতানোর অসংখ্য নজির রয়েছে তার নামে। তরুণ ক্রিকেটারদের কাছেও তিনি অনুপ্রেরণা হিসেবে ছিলেন।

আবীর

×