
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভুল ও অসংগত সিদ্ধান্তের কারণে পাকিস্তানের জাতীয় ক্রিকেট ব্যবস্থা এখন "আইসিইউতে"। আফ্রিদি বিশেষভাবে শাদাব খানের হঠাৎ দলে ফেরাকে কেন্দ্র করে নির্বাচনী প্রক্রিয়া ও বোর্ডের দায়িত্বশীলতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।
মিডিয়ার সঙ্গে এক আলোচনায় আফ্রিদি বলেন, "কোন ভিত্তিতে তাকে (শাদাব খান) দলে নেওয়া হয়েছে? ঘরোয়া ক্রিকেটে বা অন্য কোথাও তার এমন কী পারফরম্যান্স আছে, যার জন্য তাকে আবারও দলে নেওয়া হয়েছে?"
পিসিবি-র স্বল্পমেয়াদি পরিকল্পনা ও প্রতিক্রিয়াশীল মনোভাবের সমালোচনা করে আফ্রিদি বলেন, "প্রস্তুতির কথা আমরা সবসময়ই বলি। কিন্তু যখন কোনো ইভেন্ট আসে এবং আমরা ব্যর্থ হই, তখন শুরু হয় বিশ্লেষণ আর দায় চাপানোর খেলা। সত্য হচ্ছে, ভুল সিদ্ধান্তের কারণেই পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে।"
তিনি আরও বলেন, "বোর্ডের সিদ্ধান্তে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। আমরা বারবার অধিনায়ক, কোচ কিংবা খেলোয়াড় বদলাই, কিন্তু বোর্ড কর্মকর্তাদের দায়বদ্ধতার বিষয়টা কোথায়?"
আফ্রিদি অভিযোগ করেন, দলে দায় চাপানোর সংস্কৃতি খেলোয়াড় ও স্টাফদের মনোবল ভেঙে দিচ্ছে। কোচরা নিজেদের চাকরি বাঁচাতে খেলোয়াড়দের দোষারোপ করছেন, আবার ব্যবস্থাপনাও নিজেদের অবস্থান ধরে রাখতে একই কাজ করছে।
পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির সদিচ্ছা স্বীকার করলেও, আফ্রিদি তার বহুমুখী দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তোলেন, "তিনি পাকিস্তানের জন্য ভালো করতে চান, কিন্তু শেষ পর্যন্ত পরামর্শের ওপর নির্ভর করেন। আমি তাকে বলেছি, একসাথে তিনটি দায়িত্ব পালন করা সম্ভব নয়। পিসিবি চেয়ারম্যানের কাজ পুরো সময়ের একটি দায়িত্ব, তাই এই একটাতেই ফোকাস করা উচিত।"
শাহিদ আফ্রিদির এই মন্তব্যগুলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান ব্যবস্থাপনার প্রতি ব্যাপক অসন্তোষের প্রতিফলন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার জরুরি প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।
তথ্যসূত্র: https://timesofindia.indiatimes.com/sports/cricket/news/shahid-afridi-slams-pcb-says-pakistan-cricket-is-in-icu-because-of-incorrect-decisions/articleshow/118910980.cms
আবীর