
প্রথম লেগের শেষদিকে হার্ভি এলিয়টের গোলে জিতেছিল লিভারপুল। ফিরতি লেগের শুরুতে উসমান দেম্বেলের লক্ষ্যভেদে সমতা টানল পিএসজি। এরপর লড়াইয়ের ফয়সালার জন্য অপেক্ষা করতে হলো টাইব্রেকার পর্যন্ত।
সেখানে নায়ক বনে গেলেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। অসাধারণ নৈপুণ্যে তিনি আটকে দিলেন প্রতিপক্ষের দুটি শট। এতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ঠাঁই করে নিল প্যারিসিয়ানরা।
মঙ্গলবার রাতে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে ফিরতি লেগে রোমাঞ্চকর দ্বৈরথে টাইব্রেকারে ৪-১ গোলে জিতেছে লুইস এনরিকের শিষ্যরা। এর আগে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট মিলিয়ে মোট ১২০ মিনিট ১-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা।
অন্যদিকে, ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শেষ ষোলোতেই বিদায় ঘণ্টা বেজে গেল অলরেডদের। প্রথম লেগে পিএসজির মাঠে তারা জিতেছিল ১-০ গোলে।
সাজিদ