ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি দুই মাদ্রিদ

রিয়ালকে থামাতে পারবে অ্যাটলেটিকো?

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১২, ১২ মার্চ ২০২৫

রিয়ালকে থামাতে পারবে অ্যাটলেটিকো?

অ্যাটলেটিকো

‘আমি রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই নিয়ে কেবল একটি প্রশ্নের উত্তর দেব... আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দারুণ। দারুণ লড়াই হবে এবং আমরা প্রস্তুত।’- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নক আউট পর্বের সূচি ঠিক হওয়ার পরই বলছিলেন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে।

সেটা তিনি বলছিলেন স্প্যানিশ লা-লিগায় নিজেদের অবস্থান এবং জায়ান্ট রিয়ালের সঙ্গে শেষ কয়েকটি ম্যাচের দিকে তাকিয়ে। কিন্তু লা-লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ যে এক নয়, শেষ ষোলোয় প্রথম দেখাতেই সেটি টের পান সিমিওনে। যদিও প্রতিপক্ষের মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বিতার পর ২-১এ হার মানে তার শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল।

বিপরীতে এখনো শিরোপার স্বাদ পায়নি অ্যাটলেটিকো মাদ্রিদ। মুখোমুখি ২৩৭ দেখায় ১২১ জয়ে একচ্ছত্র আধিপত্য রিয়ালের। অ্যাটলেটিকোর জয় ৫৯। ড্র ৫৭। ভিনিসিয়ুস-এমবাপে-বেলিংহ্যামদের নিয়ে গড়া দুর্বার রিয়ালকে আদৌ থামানো যাবে? মাদ্রিদ ডার্বির ফিরতি ম্যাচ আজ। অ্যাটলেটিকোর মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় রাত দুইটায়।
প্রথম দেখায় কী ঘটেছিল, সেটি ফিরে দেখে নেওয়া যাক। ৫ মার্চ বার্নাব্যুতে সেদিন ৭০ হাজার দর্শকের সামনে শুরুতেই রিয়াল এগিয়ে গিয়েছিলো রদ্রিগোর গোলে। ৪র্থ মিনিটেই দারুণ এক শটে অ্যাটলেটিকোর জাল খুঁজে নেন তিনি। গোল হজম করার পর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে অ্যাটলেটিকো।

যার ফলস্বরূপ ৩২তম মিনিটে দুর্দান্ত এক স্ট্রাইকে রিয়ালের জাল কাঁপিয়ে দেন হুলিয়ান আলভারেজ। ১-১এ সমতায় ফেরে অ্যাটলেটি। ৫৫ মিনিটে রিয়ালকে জয় এনে দেয়া দুর্দান্ত গোলটি করেন ব্রাহিম দিয়াজ। দারুণ এক ম্যাজিকে অ্যাটলেটিকোর গোলরক্ষক ইয়ান ও’ব্ল্যাককে ফাঁকি দিয়ে ছোট্ট একটি কোণ দিয়ে অ্যাটলেটিকোর জালে বল জড়িয়ে দেন তিনি।

বাকি সময় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-১এ জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল,‘বার্নাব্যুতে খুবই ভালো একটা ম্যাচ ছিল। কিন্তু আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। কারণ এবার খেলা অ্যাটলেটিকোর মাঠ এয়ার মেট্রোপালিটানোয়। সেটা মাথায় রেখেই আমাদের আরও ভালো ফুটবল খেলতে হবে।’ বলছিলেন রিয়াল বস।

আর ড্রয়ের পর হুঙ্কার ছোড়া অ্যাটলেটিকো কোচ সিমিওনেও আত্মবিশ্বাসী, ‘ওদের মাঠে আমরা জয় অথবা ড্র করতে চেয়েছিলাম। ২ গোল খেলেও ১টা ফেরত দিতে পেরেছি। আমি মনে করি, দল খুব ভালো লড়াই করেছে। ফিরতি লেগ নিয়ে আমরা আরও বেশি মনোযোগী। আশা করি নিজেদের মাঠে ঘাটতি পুষিয়ে নিয়ে সেরা আটে যেতে পারব।’
অ্যাটলেটিকোর বিপক্ষে সেই জয়ের পর তিন ম্যাচের দুটিতে জিতলেও একটিতে হেরে গেছে রিয়াল। ঠিক পওরের ম্যাচেই ২-১এ হারে রিয়াল বেটিসের কাছে। লা-লিগায় শেষ দুই ম্যাচে তাদের জয় রিয়াল সোসিয়াদের বিপক্ষে ১-০ এবং সর্বশেষ জিরোনার বিপক্ষে ২-০ গোলে। গোল করেন ভিনিসিউস এবং লুকা মডরিচ। অ্যদিকে অ্যাটলেটিকো বিলবাওকে ১-০ ব্যবধানে হারানোর পর বার্সেলোনার সঙ্গে ৪-৪এ ড্র করে অ্যাটলেটিকো। ভ্যালেন্সিয়াকে হারায় ৩-০ ব্যবধানে।

×