ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

দুর্বল দল নির্বাচন, জবাবদিহিতার অভাবে ভরাডুবি’

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৫, ১২ মার্চ ২০২৫

দুর্বল দল নির্বাচন, জবাবদিহিতার অভাবে ভরাডুবি’

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জেতার লক্ষ্য নিয়ে খেলতে গিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটেছে বাংলাদেশ দলের। এমন ব্যর্থতায় দলটিকে ঘিরে নানা সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এই মুহূর্তে অভিজ্ঞতম দুই ক্রিকেটার বাংলাদেশে। কিন্তু সেই অভিজ্ঞতা কোনো কাজে আসেনি।

একটি ম্যাচেও মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ ভালো করতে পারেননি। দল খারাপ করলে সবসময়ই দোষারোপ করা হয় ক্রিকেটার, কোচদের ওপরে। কিন্তু বাংলাদেশ দলের সাবেক হয়ে যাওয়া কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখ দাবি করেছেন এই ব্যর্থতার পেছনে নীতি নির্ধারকরাই দায়ী। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই তিনি ফেসবুক পোস্টে দাবি করেছিলেন দুর্বল দল নির্বাচন, অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন ও জবাবদিহিতার অভাব ভরাডুবির কারণ। 
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার গ্রুপ পর্বে ভারত, নিউজিল্যান্ডের কাছে কোনো প্রতিদ্বন্দ্বিতা না করেই হেরে যায় বাংলাদেশ। আর পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই এমন ভরাডুবি হয় বাংলাদেশের। পাকিস্তান দলও একইভাবে ব্যর্থ হয়েছে। দুই ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে তাদের।

বাংলাদেশের এমন ব্যর্থতার পর দুই অভিজ্ঞ মুশফিক ও মাহমুদুল্লাহর পারফর্ম্যান্স নিয়ে তীব্র সমালোচনা হয়। কিন্তু ব্যর্থতার জন্য বিসিবি ও পিসিবিকেই দুষেছেন মহসিন। তিনি ফেসবুকে সোমবার রাতে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। ক্রিকেটাররা হয়তো শাস্তির মুখোমুখি হবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  (বিসিবি) নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাদের কাউকে বিচারের আওতায় আনা হবে না।

একই ভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) চলছে। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে ভক্তদের চোখে ধুলা দিতে পারবে।’ এখনো আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে অপ্রতিরোধ্য বাংলাদেশ দল। তাদের বিপক্ষে দুর্দান্ত খেলা দলটিই বড় দলের সামনে তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে না। এজন্যই মহসিন এমন কথা বলেছেন।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি হয়েছে বাংলাদেশ দলের এমনটাই দাবি অনেকের। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও তেমনটাই বলেছেন। কারণ টি২০ ফরম্যাটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রায় দেড় মাস ধরে খেলেছেন ক্রিকেটাররা। ৫০ ওভারের উপযুক্ত প্রস্তুতি হয়নি তাদের।

এ বিষয়ে মহসিন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই ফেসবুকে লিখেছিলেন,‘বাংলাদেশ ও পাকিস্তানের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদম একই! শুরু থেকেই দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহির অভাব। যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে।

কিন্তু কারও কাছে তারা দায়বদ্ধ নন। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়লেও সমাধানের কোনো উদ্যোগ  নেই। বরং ভুল সব সিদ্ধান্তই পায় অগ্রাধিকার!’ আর এসব কারণে মহসিনের আশঙ্কা এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই জিম্বাবুয়ের পথে হাঁটবে!

×