ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মাহমুদুল্লাহর বাংলাদেশ অধ্যায় কি তবে শেষ?

প্রকাশিত: ২১:৪৯, ১১ মার্চ ২০২৫; আপডেট: ২১:৫০, ১১ মার্চ ২০২৫

মাহমুদুল্লাহর বাংলাদেশ অধ্যায় কি তবে শেষ?

নীরবেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন ‘মি. সাইলেন্ট কিলার’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচে ব্যর্থতার পরই প্রশ্নটা বড় হয়ে সামনে আসে। রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের আগে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছিলেন,‘বড় মঞ্চে মুশি-রিয়াদের বিদায়ের বড় সুযোগ এটি।’কিন্তু দুজনেই কেউই অবসর নিয়ে মুখ খেলেননি। পরে তো বৃষ্টিতে ম্যাচটাই পরিত্যক্ত হয়।

৩৯ পেরিয়ে ৪০-এ পা দেওয়া মাহমুদুল্লাহ তুমুল সমালোচনা সঙ্গী করে দুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন। তবে কি বাস্তবতা বুঝতে পারলেন?

বলার অপেক্ষা রাখে না, মি.সাইলেন্ট কিলার হাঁটছেন সেই পথেই। বোর্ডের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে ২০২৭ বিশ্বকাপ খেলার ইচ্ছে নেই তাঁর, সেজন্য থাকতে চান না চুক্তিতে – এখন দেখার বিষয় তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে কবে চূড়ান্ত বিদায় জানিয়ে দেন।

এর আগে একই কাজ করেছিলেন তামিম ইকবাল, মাশরাফি মর্তুজা। দলের বাইরে যাওয়ার পরও তাঁদের চুক্তির অধীনে রাখতে চেয়েছিল বোর্ড, কিন্তু তাঁরা নিজেরাই সেটা চাননি। এরপর তো তামিম অবসর নিয়ে নিয়েছেন, অন্যদিকে মাশরাফি ঢাকঢোল পিটিয়ে না জানালেও লাল-সবুজ জার্সিটা তাঁর জন্য অনেক দূরের অতীত।

গত এক বছর মোটামুটি ভাল করলেও চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে সুযোগ পান মাহমুদুল্লাহ। পিন্ডিতে সেদিন ১৪ বলে ৪ রান করে বাজে শট খেলে আউট হন দৃষ্টিকটু ভাবে। 

এদিকে মুশফিকুর রহিম দেশে ফিরে সামাজিক মাধ্যমে ওয়ানডে থেকে অবসরের ঘোষনা দিয়েছেন। টেস্ট ক্রিকেটার হিসেবে ৩৭ বছর বয়সি এ তারকা কেন্দ্রীয় চুক্তির ‘এ’তথা দ্বিতীয় ক্যাটাগরিতে আছেন।

মিরাজ/সায়মা ইসলাম

×