ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

রাত ২টায় যুদ্ধে নামছে লিভারপুল-পিএসজি

স্পোর্টস রিপোর্টার :

প্রকাশিত: ২১:৩১, ১১ মার্চ ২০২৫

রাত ২টায় যুদ্ধে নামছে লিভারপুল-পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের বাঁচা-মরার ম্যাচে আর কয়েক ঘন্টা পরই মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম দুই পরাশক্তি ইংল্যান্ডের লিভারপুল ও ফ্রান্সের প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের পর এক দলকে তল্পিতল্পা গুছিয়ে বিদায় নিতে হবে। অপর দলটি উঠে যাবে আসরের কোয়ার্টার ফাইনালে। 


শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠ প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে লিভারপুলের কাছে ১-০ গোলে হেরেছিল পিএসজি। যে কারণে দ্বিতীয় লেগে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে প্যারিসের পরাশক্তিদের অগ্নিপরীক্ষা। 


অন্যদিকে মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলা লিভারপুল।  তবে পিএসজিও সহজে হাল না ছাড়া দল নয়। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য মরিয়া তারা। যে কারণে লিভারপুলের মাঠে বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে লুইস এনরিকের দল। এই ম্যাচের আগে লিগ ম্যাচে রেনেঁর মাঠে ৪-১ গোলে জয় পায় তারা। সেইসঙ্গে ঘরোয়া লিগের শিরোপা জেতার পথে পিএসজিও আরও একধাপ এগিয়ে গেছে পিএসজি। 

জাহিদুল/আফরোজা

×