
পিসিবি প্রধান মহসীন নাকভী ও আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ
দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোন ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান। আর দায়িত্বটা পরিপুর্ন পালনে এতটুকু কার্পন্য করেনি দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সরকার। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো এলিট দেশ পাকিস্তানে গেলেও হাইব্রিড মডেলে চিরশত্রু ভারত তাদের ম্যাচগুলো খেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
শুরু থেকে চ্যাম্পিয়ন পর্যন্ত একই ভেন্যুতে খেলার সুযোগ পাওয়ায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল। আইসিসির বর্তমান প্রেসিডেন্ট জয় শাহও একজন ভারতীয়।
আর আসরজুড়ে আইসিসির আইসিসির বেশ কিছু কান্ড বিতর্কের জন্ম দিয়েছে। প্রথম ঘটনায় ভারত ও বাংলাদেশের ম্যাচে অফিসিয়াল ব্রডকাস্টে লোগো থেকে বাদ দেওয়া হয় পাকিস্তানের নাম। পরেরটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ম্যাচ কিছু সময়ের জন্য বাজানো হয় ভারতের জাতীয় সঙ্গীত! দুটিতেই অনিচ্ছাকৃত ভুল স্বীকার করে আইসিসি।
এরপরও ঘটে বিতর্কিত আরেক ঘটনা। আয়োজক পাকিস্তান, অথচ ফাইনালের পুরস্কার বিতরনী মঞ্চে রাখা হয়নি দেশটির কাউকে! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার জন- আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) সভাপতি রজার বিনি, সেক্রেটারি দেভাজিৎ সাইকিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক রজার টুজ।
দুই দলের খেলোয়াড়দের মেডেল তুলে দেন তারা। জয় শাহর হাত থেকে ট্রফি নেন ভারত অধিনায়ক রোহিত শার্মা। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পিসিবি। কিশেষ করে সাইকিয়ার উপস্থিতি নিয়ে। পরিকল্পনা অনুযায়ী পিসিবি প্রধান মহসীন নাকভীর থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার জন্য তিনি দুবাই যেতে পারেননি।
আইসিসিও তার স্থলে অন্য কাউকে অন্তর্ভুক্ত করেনি । এ নিয়ে ফের আইসিসির ব্যখ্যা চেয়েছে পিসিবি।
মিরাজ/আফরোজা