ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

যখন বেঞ্চে মেসি-নেইমার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪২, ১১ মার্চ ২০২৫

যখন বেঞ্চে মেসি-নেইমার

নেইমার

ব্রাজিলের ঘরোয়া প্রতিযোগিতা ক্যাম্পেওনাতো পলিস্তার সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে সান্তোস। রবিবার করিন্থিয়ান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে নেইমারের দল। সান্তোসের হয়ে দ্বিতীয় অধ্যায়ের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থাকা নেইমার এদিন বেঞ্চে বসেই দলের পরাজয় দেখেছেন। কেননা, আগের ম্যাচে কিছুটা আঘাত পেয়েছিলেন নেইমার। যে কারণে করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে অস্বস্তি বোধ করচিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

তাই এদিন তাকে মাঠে নামিয়ে কোনো ধরনের ঝুঁকি নেয়নি সান্তোস। এ প্রসঙ্গে ম্যাচের শেষে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড তার ইনস্টাগ্রামে লিখেছেন, করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচে মাঠে থাকতে চেয়েছিলাম, দলকে যে কোনোভাবে সহায়তা করতে চেয়েছিলাম। 
কিন্তু গত বৃহস্পতিবার আমি কিছুটা অস্বস্তিবোধ করতে থাকি, অনুশীলন করতে পারিনি। একটি পরীক্ষা করে ব্যথার কারণও পাওয়া গেছে। দুর্ভাগ্যবশত, এটা ফুটবলেরই অংশ। আমরা শক্ত হয়েই ফিরব। এদিকে বেঞ্চে বসে খেলা দেখেছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

×