
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারতের জয়ের পর আক্সার প্যাটেল হার্দিক পান্ডিয়ার চাপের মধ্যে অটুট আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাক্সার বলেন, “যখন আমরা সবাই চাপের মধ্যে থাকি, তখন হার্দিক পান্ডিয়া সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী থাকে।”
তিনি এছাড়াও অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্ত গ্রহণের প্রশংসা করেন। অ্যাক্সার বলেন, “রোহিত জানে কোথায় কাকে ব্যবহার করতে হবে, আর এটা একজন মহান অধিনায়কের বৈশিষ্ট্য। ট্রফি হাতে, তার অধিনায়কত্বের জন্য আর কিছু বলার প্রয়োজন নেই।”
অ্যাক্সার আরও ব্যাখ্যা করেন কেন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাঁচ জন স্পিনার নির্বাচন করেছিল, যা প্রথমে সন্দেহের মধ্যে ছিল। “প্রথম দুই ম্যাচের পর, সবাই দেখতে পেয়েছিলো যে এই সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ ছিল,” তিনি যোগ করেন।
আবীর