ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

টানা ৭ জয়ে চ্যাম্পিয়ন জ্যোতির শেলটেক

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩২, ১০ মার্চ ২০২৫

টানা ৭ জয়ে চ্যাম্পিয়ন জ্যোতির শেলটেক

.

এক ম্যাচ এখনো বাকি। তবে অপ্রতিরোধ্য শেলটেক ক্রিকেট একাডেমি, নারী ক্রিকেট টিম। টানা ৭ জয়ে আগেভাগেই এবারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা নিশ্চিত করেছে তারা। রবিবার ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি ৪ উইকেটে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি নারী ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ৭ ম্যাচের প্রত্যেকটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে জ্যোতির শেলটেক। সমান ম্যাচে মোহামেডান স্পোর্টিং নারী ক্রিকেট দলের পয়েন্ট ১২। শেষ ম্যাচে যদি তারা জিতে যায় আর  শেলটেক হেরে যায়, সে ক্ষেত্রে দুই দলেরই পয়েন্ট হবে সমান ১৪। তবে টুর্নামেন্টের নিয়মানুযায়ী দুই দলের পয়েন্ট সমান হলে শিরোপা নিষ্পত্তিতে বিবেচনায় আসবে মুখোমুখি লড়াইয়ের ফল। এবার লিগের উদ্বোধনী ম্যাচেই মোহামেডানকে ৫৩ রানে হারিয়েছে শেলটেক এবং সে কারণে তারাই চ্যাম্পিয়ন।
রবিবার ইউল্যাবের মাঠে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে শেলটেক। খেলাঘর অবশ্য ৩৭.৫ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায়। তাজিয়া আক্তার সর্বোচ্চ ২৩ রান করেন। শেলটেকের দুই স্পিনার ফাহিমা খাতুন ১২ রানে ও জান্নাতুল ফেরদৌস সুমনা ৪৬ রানে ৩টি করে উইকেট নেন। জবাবে দুই ওপেনার শারমিন সুলতানা ৪৬ বলে ৬ চারে ৪১ ও ইশমা তানজিম ২৫ বলে ৩ চার, ২ ছয়ে ২৮ রানের ইনিংস খেললে জয়ের পথ তৈরি হয়ে যায় শেলটেকের। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। অধিনায়ক জ্যোতিও ৮ করে রানআউট হলে মাত্র ৯৩ রানেই ৬ উইকেট হারায়  শেলটেক। এর পরও ২৪.১ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই ১১৯ তুলে জিতে যায়  শেলটেক। দিনের আরেক ম্যাচে বসুন্ধরা  স্পোর্টস কমপ্লেক্সে  মোহামেডানের ২১৯ রানের জবাবে বিকেএসপি গুটিয়ে যায় ১৪৫ রানে। ৭৪ রানের জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে  মোহামেডান। দলের হয়ে শারমিন আক্তার সুপ্তা ৭৪ রানের ইনিংস  খেললেও ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স  দেখিয়ে ৩৪ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সালমা খাতুন।

×