
ছবিঃ সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রবল প্রতিরোধের পরও শেষ পর্যন্ত ভারতই দেখালো নিজেদের গভীরতা ও মানসম্পন্ন ক্রিকেট। টানা দ্বিতীয় আইসিসি টুর্নামেন্ট অপরাজিত থেকে শেষ করলো তারা।
নিউজিল্যান্ড শক্ত প্রতিরোধ গড়ে তুললেও ভারতের বিপুল ক্রিকেটীয় গভীরতার কাছে পরাস্ত হয়। টানা দ্বিতীয় আইসিসি টুর্নামেন্টে অপরাজিত থেকে শেষ করল ভারত, বর্তমানে তাদের দখলে চারটি আইসিসি শিরোপার মধ্যে দুটি। সর্বশেষ তিনটি আইসিসি টুর্নামেন্টে ভারত ২৩টির মধ্যে ২২টি ম্যাচে জয় লাভ করেছে।
স্পিনারদের দাপট, ব্যাটারদের দায়িত্বশীল ইনিংস
দুবাইয়ের ক্লান্ত উইকেটে রান তোলার ধরণ ছিল প্রায় একই। ভারতের ১৫ টানা ওয়ানডে টস হারের পর এই গুরুত্বপূর্ণ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। পাওয়ারপ্লেতে তারা ৬৯/১ রান সংগ্রহ করে দ্রুত শুরু করলেও, ভারতীয় স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ে।
এই টুর্নামেন্টে দুবাইয়ের উইকেটগুলোতে সবচেয়ে কম টার্ন পাওয়া ম্যাচেও ভারতীয় স্পিনাররা ৩৮ ওভার বল করে মাত্র ১৪৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। শেষের দিকে মাইকেল ব্রেসওয়েলের ৪০ বলে ৫৩ রানের ইনিংস দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়।
রোহিতের ঝড়ো শুরু, রাহুল-জাদেজার ঠাণ্ডা মাথার ফিনিশিং
ভারত ৬৪ রানের ঝড়ো শুরু করলেও নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ায়। রোহিত শর্মা ও শুভমান গিলের ১০৫ রানের জুটি শক্ত ভিত গড়ে দেয়। তবে নিউজিল্যান্ডের স্পিনাররা, বিশেষ করে অতিরিক্ত টার্ন পেয়ে, ভারতীয় ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে ফেলে।
ভারতের প্রায় সব ব্যাটারই ভালো শুরু করলেও (রোহিত ৭৬, আইয়ার ৪৮, রাহুল ৩৪*, হার্দিক ১৮), কেউই ইনিংস শেষ করতে পারেননি। তবে দলের গভীরতাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা ধৈর্য ধরে ব্যাট চালিয়ে এক ওভার হাতে রেখেই ভারতকে চ্যাম্পিয়ন বানান।
স্কোর:
ভারত: ২৫৪/৬ (রোহিত ৭৬, আইয়ার ৪৮, রাহুল ৩৪*, ব্রেসওয়েল ২-২৮)
নিউজিল্যান্ড: ২৫১/৭ (মিচেল ৬৩, ব্রেসওয়েল ৫৩, কুলদীপ ২-৪০, বরুণ ২-৪৫)
ফল: ভারত ৪ উইকেটে জয়ী
সূত্রঃ ইএসপিএন
ইমরান