
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিয়ে ভারতীয় ক্রিকেটারদের উল্লাস ছবি : ইএসপিএন ক্রিকইনফো
এক যুগ পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করল ভারত। দুবাইয়ে আজ (রবিবার) নবম আসরের ফাইনালে কিউইদের ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৫১ রান করে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড। জবাবে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত (২৫৪/৬)।
২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত সবশেষ ২০১৭ সালের ফাইনালে হেরেছিল চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের কাছে। এবার অপরাজিত থেকে শিরোপা পুনরুদ্ধার করল রোহিত-বাহিনী। অন্যদিকে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের পর আরও আইসিসির আরও একটি ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এসে হারের বেদনায় পুড়ল নিউজিল্যান্ড।
অপরাজিত থেকে ফাইনালে উঠে আসে ভারত। বিপরীতে নিউজিল্যান্ড একটি মাত্র ম্যাচেই হেরেছিল, সেটি গ্রুপ পর্বে ভারতের কাছে। শিরোপার মঞ্চে আসরের সেরা দুই দলের লড়াই ঘিরে ছিল বাড়তি রোমাঞ্চ। ব্যাটিংয়ে কিউইরা আর সেটি ছড়াতো পারল কোথায়! তিন নম্বরে নেমে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ড্যারিল মিচেল। সাতে মাইকেল ব্রেসওয়েল অপরাজিত ৫৩। এছাড়া ওপেনার রাচীন রবীন্দ্রর ব্যাট থেকে এসেছে ৩৭ রান। কেন উইলিয়ামসন ১১। দুজনকেই ফিরিয়ে কার্যত নিউজিল্যান্ডের বড় সংগ্রহের আশা শেষ করে দিয়েছেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ।
নিউজিল্যান্ডের ৭ উইকেটের ৫টিই নিলেন তিন স্পিনার— বরুন ২/৪৫, কুলদীপ ২/৪০ আর জাদেজা ১/৩০। পেসার মোহাম্মদ শামি ১/৭৪। এর আগে গ্রুপ পর্বে কিউইদের ১০ উইকটের ৯টি নিয়ে ইতিহাস গড়েছিলেন চার স্পিনার।
জবাব দিতে নেমে ভারতের হয়ে ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৭৬ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা। শ্রেয়াস আইয়ার ৬২ বলে ৪৮। লোকেশ রাহুল অপরাজিত ৩৪। কিউইদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন স্যান্টনার ও ব্রেসওয়েল।
মিরাজ/আশিক