ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

যোগ্য নেতৃত্ব পেলে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলতো: মেজর (অব.) হাফিজ

প্রকাশিত: ০১:২৮, ৯ মার্চ ২০২৫; আপডেট: ০১:২৯, ৯ মার্চ ২০২৫

যোগ্য নেতৃত্ব পেলে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলতো: মেজর (অব.) হাফিজ

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের ফুটবলের বর্তমান দুরবস্থার জন্য মূলত রাজনীতিবিদরাই দায়ী। তাদের অযোগ্য নেতৃত্ব ও রাজনৈতিক স্বার্থ হাসিলের প্রবণতা ক্রীড়াঙ্গনের উন্নয়নে বড় বাধা সৃষ্টি করেছে।

শনিবার (৮ মার্চ) রাজধানীতে সোনালী অতীত ক্লাবের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি বলেন, একসময় খেলাধুলার সংগঠকরা সত্যিকার অর্থে ক্রীড়ামোদী ছিলেন এবং আন্তরিকতা নিয়ে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেন। কিন্তু বর্তমানে রাজনৈতিক ব্যক্তিদের খেলাধুলার সঙ্গে জড়িয়ে পড়ার ফলে ফুটবলের পরিবেশ নষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, “যদি দেশের শীর্ষ নেতৃত্ব সঠিক পথে পরিচালিত হতো, তাহলে বাংলাদেশও একদিন বিশ্বকাপে খেলার সুযোগ পেত। কিন্তু যখন দেশের প্রধান ব্যক্তি গুম, খুন ও মানি লন্ডারিংয়ে জড়িত থাকেন, তখন ক্রীড়াঙ্গনের উন্নতি সম্ভব নয়।”

মেজর (অব.) হাফিজ আরও বলেন, গত ২৫ বছরে ক্রীড়াঙ্গনে অনেক অযোগ্য ও অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশ করেছেন, যারা ক্রীড়ার মান নিম্নমুখী করেছেন। রাজনীতিবিদদের একমাত্র লক্ষ্য এখন নিজেদের স্বার্থ হাসিল এবং অনুগত ব্যক্তিদের উচ্চপদে বসানো।

তিনি বলেন, “যারা দেশের শীর্ষ পদে আছেন, তাদের দায়িত্ব হলো ক্রীড়ার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া। কিন্তু দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কারণে খেলাধুলার উন্নয়ন ব্যাহত হচ্ছে। এখন সময় এসেছে ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বস্তরের মানুষের দৃষ্টি দেওয়ার।”

সূত্র : https://www.facebook.com/share/v/15QYgmmCmF/

আসিফ

×