
বিরাট কোহলি
ভারতীয় ক্রিকেটের তো বটেই বিশ্ব ক্রিকেটেরই জীবন্ত কিংবদন্তি বিরাট কোহলি। সুদীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ সব কীর্তি গড়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মুগ্ধতা ছড়াচ্ছেন বিরাট কোহলি। আজ দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। যেখানে কোহলির ভারতের মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড।
আইসিসির সর্বশেষ তিন ইভেন্টের তিনটিতেই ফাইনালের টিকিট কেটেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ২০২৩ সালে ওয়ানডে এবং ২০২৪ সালে টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছে রোহিত-কোহলিরা। শুধু তাই নয়? ক্রিকেট দুনিয়ার একমাত্র দল হিসেবে টানা তিনবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও নাম লিখিয়েছে ভারত। যার নেপথ্য নায়ক কোহলি। কেননা এখন পর্যন্ত খেলা ভারতের চার ম্যাচে সর্বোচ্চ ২১৭ রান বিরাট কোহলির।
সমান একটি করে সেঞ্চুরি ও অর্ধশতকের দেখা পাওয়া এই তারকার এভারেজ ৭২.৩৩ আর স্ট্রাইকরেট ৮৩.১৪। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৮৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা কোহলির ব্যাটের দিকে আজও তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া। তবে ফাইনালের ঠিক পূর্ব মুহূর্তে হঠাৎ করেই মন খারাপের খবর চাউর হয় কোহলির ভক্ত-সমর্থকদের জন্য।
শুক্রবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন ভারতের এই ব্যাটিংস্তম্ভ। পাকিস্তানের জিও নিউজের বরাতে জানা যায় বলের আঘাতে গোড়ালিতে চোট পান তিনি। ইন্ডিয়ার মেডিক্যাল টিম তাৎক্ষণিকভাবেই তার চিকিৎসায় ব্যস্ত হয়ে স্প্রে করে সেই স্থানে ব্যান্ডেজ করে দেয়। এরপর নিজের অনুশীলন বন্ধ করে দেন কোহলি। তবে মাঠে থেকেই বাকিদের অনুশীলন দেখেছেন তিনি। তবে চোট পাওয়ার পরও টিম ইন্ডিয়ার ম্যানেজম্যান্ট নিশ্চিত করেছে যে, ফাইনালে খেলার জন্য কোহলি ফিট। তার ইনজুরি তেমন গুরুতর নয়।
সব শঙ্কা উড়িয়ে আজ ফাইনাল খেললে আরও এক মাইলফলক স্পর্শ করবেন বিরাট কোহলি। আইসিসির পাঁচ ওয়ানডে ইভেন্টের ফাইনালে খেলার নজির গড়বেন তিনি। সেই সঙ্গে স্বদেশী শচীন টেন্ডুলকর ও জহির খানের রেকর্ডেও ভাগ বসাবেন।
ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন আর সাবেক পেসার জহির খান ছাড়াও আইসিসির পাঁচ ওয়ানডে ইভেন্টে খেলার এলিট ক্লাবে রয়েছেন লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন এবং গ্লেন ম্যাগ্রা। এছাড়া ছয়টি করে ফাইনাল খেলার নজির রয়েছে কেবল ভারতের যুবরাজ সিং এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারের আসরে ভারতের হয়ে সর্বোচ্চ রান বিরাট কোহলির। সবমিলিয়ে চতুর্থ সেরা। এই তালিকায় তার আগে রয়েছে ইংল্যান্ডের বেন ডাকেট (২২৭), নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র (২২৬) এবং ডাকেটেরই সতীর্থ জো রুট (২২৬)। ব্যাট হাতে আজও জ্বলে উঠলে তাদের ছাড়িয়ে যাওয়ার হাতছানি কোহলির সামনে। শুধু কী তাই? আসরের সর্বোচ্চ রান তুলার পাশাপাশি আরও এক কীর্তিও ডাকছে ৩৬ বছর বয়সী এই ব্যাটারকে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৭ ম্যাচে ১৬ ইনিংসে ৭৪৬ রান করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে রয়েছেন কোহলি। ১৭ ইনিংসে ৭৯১ রান নিয়ে সবার উপরে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। অর্থাৎ আর ৪৬ রান করলেই ক্যারিবিয়ান কিং গেইলকে টপকে সর্বোচ্চ রানের মালিক বনে যাবেন কোহলি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১টি সেঞ্চুরির পাশাপাশি কোহলির হাফ সেঞ্চুরির সংখ্যা ৬টি। যা স্বদেশী গ্রেট রাহুল দ্রাবিড়ের সমান। আটরেকটি ফিফটি করলে রাহুল দ্রাবিড়কেও ছাড়িয়ে অনন্য উচ্চতায় চলে যাবেন বিরাট কোহলি। পারবেন কী তা? ভক্ত-অনুরাগীদের আজ সেটাই দেখার অপেক্ষা।