ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

অদম্য মুশফিক, ২০টি পেইনকিলার নিয়ে লড়াইয়ের গল্প শোনালেন স্ত্রী

প্রকাশিত: ০৩:৩৪, ৭ মার্চ ২০২৫; আপডেট: ০৩:৫১, ৭ মার্চ ২০২৫

অদম্য মুশফিক, ২০টি পেইনকিলার নিয়ে লড়াইয়ের গল্প শোনালেন স্ত্রী

ছবি: সংগৃহীত

মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগপূর্ণ পোস্টে তার স্বামীকে নিয়ে কিছু বিশেষ কথা বলেছেন। তিনি লিখেছেন, 'ওযু না করে কখনো ব্যাট ও বল স্পর্শ করতেন না, এমন সৎ একজনকে পাশে পেয়ে আমি ধন্য।’

মুশফিকের ক্যারিয়ারে এরকম পরিশ্রম এবং ত্যাগের অনেক উদাহরণ রয়েছে। দল ও দেশের প্রতি তার নিবেদন এবং প্রত্যয়ের কথা উল্লেখ করে মন্ডি বলেন, 'সর্বদা সবার আগে মাঠে আসতেন এবং অনুশীলন শেষে সবার পরে মাঠ ছাড়তেন।' এই ধরণের পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে মুশফিক একটি অনুকরণীয় উদাহরণ তৈরি করেছেন। ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নেওয়ার পর, স্ত্রীর এই আবেগঘন পোস্টটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের বড় আশা হিসেবে মুশফিক ছিলেন, তবে সেই টুর্নামেন্টে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। দুই ম্যাচে মাত্র ২ রান করার পর, তিনি ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন।

এদিকে, ওয়ানডে ক্রিকেটে অবসর নিলেও, মুশফিকের খেলা থেমে যায়নি। ঢাকার প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে রূপগঞ্জ টাইগার্সের বিরুদ্ধে মাঠে নামেন তিনি। স্ত্রীর পোস্টে মুশফিকের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করা হয়। মন্ডি তার পোস্টে লিখেছেন, আবেগী এক পোস্টে তিনি লিখেছেন, 'ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়ে খেলতে!'

মুশফিকের প্রতি মন্ডির গভীর শ্রদ্ধা এবং প্রণয়ের মধ্যে তিনি আরও লেখেন, 'তুমি কখনো নিজের জন্য খেলোনি, বরং দল ও দেশপ্রেমের জন্য খেলেছো। তোমার জন্য আমরা সবাই গর্বিত।' এছাড়া, তিনি আশা প্রকাশ করেন যে, তাদের সন্তান শাহরোজ মুশফিকের মত সৎ, নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক হবে।

১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে মুশফিক অনেক সাফল্য অর্জন করেছেন, দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক তিনি। তবে তার ক্যারিয়ারে ব্যর্থতাও ছিল এবং সমালোচনা শুনতে হয়েছে তাকে। মন্ডি তাদের পাশে থেকে বলেন, 'সবশেষে, দুনিয়াকে বলছি, কাউকে এতোটা সমালোচনা করবেন না যে, প্রার্থনার আসরে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।'

এভাবে মুশফিকের সৎ, পরিশ্রমী ও দেশপ্রেমিক চরিত্র তুলে ধরেন মন্ডি, যা তার পরিবার, বাংলাদেশ ক্রিকেট দল এবং ভক্ত-সমর্থকদের জন্য এক গর্বের বিষয়।

আসিফ

×