
ছবিঃ সংগৃহীত
পাকিস্তান ক্রিকেটে একটি বিরল ঘটনা ঘটেছে। প্রেসিডেন্টস ট্রফির ফাইনালে টাইমড আউট হলেন পাকিস্তানি ব্যাটার সৌদ শাকিল। তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটে টাইমড আউট হওয়া সপ্তম ব্যাটার হিসেবে ইতিহাসে নাম লেখালেন।
পাকিস্তানের জাতীয় প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা প্রেসিডেন্টস ট্রফির ফাইনালে, যেখানে শাকিল, যিনি স্টেট ব্যাংক অফ পাকিস্তানের হয়ে খেলছিলেন, দলের দুটি উইকেট পর পর পড়ে যাওয়ার পর দেরিতে ক্রিজে আসেন। প্রতিপক্ষ দলের অধিনায়ক আমাদ বাট শাকিলকে তিন মিনিটের মধ্যে গার্ড নিতে না পারায় টাইমড আউটের আবেদন করেন এবং আম্পায়াররা বাটের আবেদন মঞ্জুর করেন।
এটি প্রথম শ্রেণির ক্রিকেটে একটি বিরল ঘটনা, যেখানে ব্যাটার নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজে পৌঁছাতে না পারায় টাইমড আউট হয়ে যান। সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে এই ধরনের আউট ঘটেছিল ২০২৩ সালে, যখন শ্রীলঙ্কার অ্যাঙ্গেলো ম্যাথিউস টাইমড আউট হওয়ার কারণে বাংলাদেশ দলের শাকিব আল হাসান কর্তৃক আউট হন।
সূত্রঃ ইএসপিএন
ইমরান