
টাইগার্সের বিরুদ্ধে মোহামেডানের হয়ে উইকেট কিপিং করেন মুশফিকুর রহিম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) হার দিয়ে যাত্রা শুরু করে দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। তবে বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছে দুই দলই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে মোহামেডান। বুধবার রাতে ওয়ানডে থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিমকে মোহামেডানের সতীর্থরা ম্যাচ শুরুর আগে গার্ড অব অনার দেন।
বিকেএসপির ৪ নম্বর মাঠে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে আবাহনী ১৬২ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে গুলশান ক্রিকেট ক্লাবকে। এদিন সবাইকে চমকে দিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে তারা ৩০০ রানের টার্গেট তাড়া করে আলাউদ্দিন বাবুর বিধ্বংসী ব্যাটিংয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে।
মিরপুরে মোহামেডান বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে রূপগঞ্জ টাইগার্স ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ২২২ রান করতে পেরেছে। অধিনায়ক মোহাম্মদ আল আমিন ৫১ বলে ৫ চারে ৪১ ও তানবীর হায়দার ৫৪ বলে ৪ চারে ৩৭ রান করেন। ২টি করে উইকেট নেন এবাদত হোসেন, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। জবাবে দলীয় ২৭ রানে তামিম ইকবালের (১৪) উইকেট হারায় মোহামেডান।
দ্বিতীয় উইকেটে রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কন ৪৭ রানের এবং চতুর্থ উইকেটে মাহিদুল-তাওহিদ হৃদয় অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটি গড়ে ৭ উইকেটের জয় এনে দেন দলকে। মাহিদুল ৯৭ বলে ৫ চার, ২ ছয়ে ৮১ ও তাওহিদ মাত্র ৪৭ বলে ১১ চার, ১ ছয়ে ৭৪ রানে অপরাজিত থাকেন। ৩৭.৫ ওভারে মাত্র ৩ উইকেটে ২২৫ রান তুলে জয় পায় মোহামেডান। বিকেএসপিতে আবাহনী আগে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে তোলে ৩২৩ রান।
ওপেনার পারভেজ ইমন ১২৪ বলে ৯ চার, ৮ ছক্কায় করেন ১২৬ রান। এছাড়া মোহাম্মদ মিঠুন ৬৫ বলে ৬ চার, ৩ ছয়ে ৭২, জিশান আলম ৪২ বলে ৫ চারে ৩৪ ও মোসাদ্দেক হোসেন সৈকত ২৮ বলে ৩ চারে অপরাজিত ৩৫ রান করেন। আসাদুজ্জামান পায়েল ৩টি ও আজিজুল হাকিম তামিম ২টি উইকেট নেন।
জবাবে গুলশান ২৯.৪ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায়। লিটন কুমার দাস প্রথম ম্যাচে নেমে ১৪ রানে আউট হন। খালিদ হাসান ৫৪ বলে ৬ চারে ৪৯ ও জাওয়াদ আবরার ১৮ বলে ৪ চার, ২ ছক্কায় ৩৬ রান করেন। রাকিবুল হাসান ৪টি ও মৃত্যুঞ্জয় চৌধুরী ৩টি উইকেট নেন।
প্রথম ম্যাচে আবাহনী-মোহামেডান হারলেও আরেক বড় দল প্রাইম ব্যাংক জিতেছিল। কিন্তু এবার আলাউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে পারটেক্সের কাছে ৩ উইকেটে হেরেছে। আগে ব্যাট করে প্রাইম ব্যাংক ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৯ রান করে।
শামীম হোসেন ৬০ বলে ৫ চার, ৪ ছয়ে ৬৯, শাহাদাত হোসেন দিপু ৬১ বলে ৩ চার, ২ ছয়ে ৬৪ ও নাইম শেখ ৬২ বলে ৬ চার, ১ ছয়ে ৪৬ রান করেন। আলাউদ্দিন বাবু ও মোহর শেখ ২টি করে উইকেট নেন। জবাবে পারটেক্স ২১৪ রানে ৭ উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের মুখে পড়ে।