ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

আর্জেন্টিনার ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা,দলে নেই নেইমার

প্রকাশিত: ০০:২১, ৭ মার্চ ২০২৫

আর্জেন্টিনার ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা,দলে নেই নেইমার

ব্রাজিল ফুটবল দল আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। চোটের কারণে দলের প্রধান তারকা নেইমার জুনিয়র ও মিডফিল্ডার ক্যাসেমিরো এই ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন না। তবে স্কোয়াডে পাঁচজন নতুন মুখ যুক্ত হয়েছেন: ডগলাস লুইস, পেপে, জোয়াও পেদ্রো, এন্দ্রিক ও পাওলিনিয়ো। 

ব্রাজিল স্কোয়াড:

  • গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডার্সন, লুকাস পেরি

  • ডিফেন্ডার: ব্রেমার, গ্যাব্রিয়েল ম্যাগালেস, মার্কুইনোস, নিনো, এমার্সন, রেনান রোদি, কার্লোস আগুস্তো

  • মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ডগলাস লুইজ, জোয়েলিন্টন, রাফায়েল ভেইগা, রদ্রিগো

  • ফরোয়ার্ড: এন্দ্রিক, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ভিনিসিউস জুনিয়র, জোয়াও পেদ্রো, পাওলিনিয়ো, পেপে, রাফিনিয়া

ব্রাজিল ১৬ নভেম্বর কলম্বিয়ার মাঠে এবং ২২ নভেম্বর মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। বর্তমানে, চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে, যেখানে আর্জেন্টিনা সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।

ব্রাজিলের কোচ ফার্নান্দো দিনিজ এই ম্যাচগুলোকে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেছেন, বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে, যারা বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং লিওনেল মেসির মতো খেলোয়াড়দের নিয়ে সমৃদ্ধ।

সাজিদ

×