
ছবিঃ সংগৃহীত
ব্রাজিলিয়ান তারকা নেইমার দীর্ঘ ১৭ মাস পর আবারও জাতীয় দলে ফিরেছেন। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ দোরিভাল জুনিয়র।
নেইমার শেষবার ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুর চোট পেয়েছিলেন। এরপর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন।
আল-হিলালে ব্যর্থতা, সান্তোসে দুর্দান্ত প্রত্যাবর্তন
সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে খেলতে গিয়ে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন নেইমার। তবে চলতি বছরের জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসার পর থেকে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ব্রাজিলিয়ান লিগে এখন পর্যন্ত সাত ম্যাচে তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার
নেইমার ইতোমধ্যে ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচ খেলেছেন। এই তালিকায় তার উপরে আছেন শুধুমাত্র কিংবদন্তি কাফু (১৪২ ম্যাচ)। এছাড়া, তিনি ৭৯ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পেলের রেকর্ডকেও (৭৭ গোল) পেছনে ফেলেছেন।
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের অবস্থা
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে (কনমেবল) ব্রাজিল বর্তমানে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। আগামী ২১ মার্চ তারা কলম্বিয়াকে আতিথ্য দেবে এবং ২৬ মার্চ লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার মাঠে খেলতে যাবে।
নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিল দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয়, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নেইমার কতটা প্রভাব ফেলতে পারেন।
সূত্রঃ https://www.bbc.com/sport/football/articles/c984l68g89lo
ইমরান