ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

যেভাবে আবারও নির্বাচন করতে পারবেন সালাউদ্দিন

প্রকাশিত: ১৯:২০, ৬ মার্চ ২০২৫; আপডেট: ১৯:২৩, ৬ মার্চ ২০২৫

যেভাবে আবারও নির্বাচন করতে পারবেন সালাউদ্দিন

কাজী মো. সালাউদ্দিন

আগামী ৪ এপ্রিল শ্রীলঙ্কার কলম্বোতে দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন সাফের বিশেষ সাধারণ সভা। এই সভার একমাত্র এজেন্ডা হচ্ছে গঠনতন্ত্র সংশোধন। সাফের বিদ্যমান গঠনতন্ত্রে নির্বাচনে প্রার্থীতার বয়সসীমা রয়েছে সেই কোটা উঠিয়ে দেওয়ার জন্যই মূলত এই উদ্যোগ। বাফুফে ও সাফ উভয় মাধ্যমে বিষয়টি জানা গেছে।

২০২২ সালের সাফের গঠনতন্ত্রের তৃতীয় অধ্যায়ের ৩১ অনুচ্ছেদের ৫ নম্বর ধারায় রয়েছে, সাফের নির্বাহী কমিটির প্রত্যেক প্রার্থীর নির্বাচনের সময় ৭০ বছরের মধ্যে থাকতে হবে। ৪ এপ্রিল শ্রীলঙ্কায় বিশেষ সভায় বয়সের এই কোটা উঠানোর প্রস্তাব হবে। সভায় উপস্থিত সংখ্যার চার ভাগের তিন ভাগের সম্মতিতে গঠনতন্ত্র সংশোধন সম্ভব এটি উল্লেখ রয়েছে ২৮ অনুচ্ছেদের ৪ নম্বর ধারায়।

সাফে নির্বাচনের বয়সসীমা উঠানোর জন্য অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন প্রস্তাব করেছিল। সেই প্রস্তাবে সমর্থন ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, শ্রীলঙ্কা ও ভুটানের। সদস্য দেশগুলোর প্রস্তাবনার ভিত্তিতে সাফ বিশেষ সাধারণ সভা আহ্বান করে। চারটি দেশ ইতোমধ্যে বয়সসীমা উঠানোর পক্ষে থাকায় এটি পাশ হওয়া যেন শুধু সময়ের অপেক্ষাই। এশিয়ান ফুটবল কনফেডারেশনও নির্বাচনে বয়সের সীমা তুলে নিয়েছে। বাফুফের গঠনতন্ত্রে আবার ২৫ বছরের কম ও ৭২ বছর বয়সের বেশি নির্বাচনে অযোগ্য।

সাফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের জন্ম ১৯৫৪ সালে। সাফের বর্তমান কমিটির মেয়াদ ২০২৬ সালের জুনে শেষ হবে। বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী বয়সের জন্য ২০২৬ সালের নির্বাচনে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ছিল না। ৪ এপ্রিল বয়সের বিষয়টি উঠে গেলে সালাউদ্দিনের পুনরায় প্রার্থী হতে বাধা থাকবে না।

রুমেল খান/সায়মা

×