
ফিদেমাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হতে আর দুই জয় দূরে তাহসিন
মন্টিনিগ্রোর পেট্রোভাকে অনুষ্ঠানরত বিশ্ব জুনিয়র (অনুর্ধ-২০) দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করেছেন। চলমান বিশ্ব দাবার প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার নর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে তাহসিনের। এজন্য শেষ দুই রাউন্ডেই জিততে হবে তাকে। আন্তর্জাতিক মাস্টার নর্ম পেতে হলে পারফরম্যান্স রেটিং ২৪৫০ হতে হয়। সপ্তম রাউন্ড শেষে ২৪৩৯ রেটিং ছিল তাহসিনের। অষ্টম রাউন্ডে হার ও নবম রাউন্ডে ড্র করায় তিনি পিছিয়ে পড়েন।
আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় ৫ পয়েন্ট অর্জন করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) তাহসিন কানাডার আন্তর্জাতিক মাস্টার আটানাসোভ এন্টোনির সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মনন কাজাখস্তানের ফিদেমাস্টার আখিলবে ইমানগালির সঙ্গে ড্র করেন।
রুমেল/শহীদ