
ছবিঃ সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছে ভারত। ৯ মার্চ তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যদিও টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, তবে নিরাপত্তার কারণে ভারত খেলছে নিরপেক্ষ ভেন্যু দুবাইতে। একই মাঠে সব ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় ভারত স্বাভাবিকভাবেই কন্ডিশনের সঙ্গে বেশি মানিয়ে নিতে পেরেছে। এতদিন এ নিয়ে বিতর্ক চললেও এবার ভারতীয় পেসার মোহাম্মদ শামি নিজেই স্বীকার করলেন, এই সুবিধা ভারত পেয়েছে।
অন্যান্য দলকে বিভিন্ন মাঠে ভ্রমণ করে নতুন পরিবেশে খেলতে হয়েছে, যেখানে ভারত একই উইকেট, একই কন্ডিশন ও একই আবহাওয়ার সঙ্গে পরিচিত থাকার সুযোগ পেয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে বিভিন্ন জায়গায় খেলে দ্রুত মানিয়ে নিতে হয়েছে, যা তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের লাহোর-দুবাই-লাহোর করে ১৮ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ করতে হয়েছে, যা তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।
ক্রিকেট দুনিয়ায় ভারতকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ অনেক আগে থেকেই ছিল। রিকি পন্টিং, ডেল স্টেইন, নাসের হুসেইন ও মাইকেল আর্থারটন এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। তবে ভারতীয় দল বারবার তা উড়িয়ে দিয়েছে। অধিনায়ক রোহিত শর্মা সরাসরি বলেছিলেন, “এটা তো আমাদের হোম গ্রাউন্ড নয়, তাহলে সুবিধা কীভাবে পাব?” এমনকি কোচ গৌতম গম্ভীর এ নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন।
তবে শামির স্বীকারোক্তি সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তিনি অকপটে বলেছেন, “একই ভেন্যুতে খেলার ফলে আমরা কিছুটা সুবিধা পেয়েছি। উইকেটের স্বভাব বুঝে নেওয়ার সুযোগ আমাদের বেশি ছিল।”
ভারতীয় দলের ভেন্যু সুবিধা নিয়ে এতদিন যেসব বিতর্ক হয়েছে, শামির বক্তব্য তাতে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার বিষয়, এই স্বীকারোক্তির পর ক্রিকেটবিশ্ব কী প্রতিক্রিয়া দেখায়।
কানন