ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম

প্রকাশিত: ০০:৫৮, ৬ মার্চ ২০২৫

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম

ছবিঃ সংগৃহীত

"আমি সবসময় আমার ১০০% দিয়েছি"—মুশফিকুর রহিম

এই আবেগঘন বার্তা দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর এক সপ্তাহের মাথায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই সিদ্ধান্ত জানান তিনি।

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিদায় নিচ্ছেন মুশফিক। ২৭৪ ম্যাচে ৩৬.৪২ গড়ে ৭৭৯৫ রান করেছেন তিনি, যার মধ্যে রয়েছে ৯টি শতক ও ৪৯টি অর্ধশতক। উইকেটকিপার হিসেবে ২৫০-এর বেশি ওয়ানডে খেলা পাঁচজন ক্রিকেটারের একজন তিনি। উইকেটকিপার হিসেবে তার ৭টি শতক রয়েছে, যা কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট ও মহেন্দ্র সিং ধোনির পর চতুর্থ সর্বোচ্চ।

ফর্ম নিয়ে সমালোচনার মুখে অবসর

সাম্প্রতিক সময়ে মুশফিকের ফর্ম ছিল প্রশ্নবিদ্ধ। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক ও নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২ রান করে ফেরেন তিনি। সর্বশেষ ওয়ানডে অর্ধশতক করেছিলেন ২০২৩ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ইনজুরির কারণে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কিছু ম্যাচ মিস করেন।

অবসর ঘোষণার পোস্টে মুশফিক লেখেন, "আমি আজ থেকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। হয়তো আমাদের অর্জন বিশ্ব মঞ্চে অনেক সীমিত, কিন্তু আমি যখনই দেশের জার্সি গায়ে মাঠে নেমেছি, সর্বদা ১০০% দিয়েছি সততা ও নিষ্ঠার সঙ্গে। শেষ কয়েকটি সপ্তাহ আমার জন্য কঠিন সময় ছিল, আর আমি বুঝতে পেরেছি এটাই আমার ভাগ্য।"

তিনি আরও লেখেন, "সবশেষে, আমি আমার পরিবার, বন্ধুবান্ধব ও সেইসব ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যাদের জন্য আমি ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।"

সূত্রঃ ই এস পি এন

ইমরান

×