ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

বোর্ডের দায়িত্বে আসছেন কি তামিম ইকবাল?

প্রকাশিত: ০০:৩৮, ৬ মার্চ ২০২৫

বোর্ডের দায়িত্বে আসছেন কি তামিম ইকবাল?

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো একটি দায়িত্বে দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে তামিম এখনো নিশ্চিত কোনো বক্তব্য দেননি।

সাবেক ক্রিকেটার ও বিসিবির পরিচালক আকরাম খান তামিম ইকবালের বোর্ডে আসার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। বুধবার (৫ মার্চ) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বোর্ডে আসাটা নির্ভর করে ব্যক্তির ইচ্ছার ওপর। আমার খেলা শেষ হওয়ার পর ইচ্ছে ছিলো ক্রিকেট বোর্ডে আসার, কিন্তু অনেকেই হয়তো আসতে চায় না, তাদের আগ্রহ থাকে না।"

তার মতে, ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড থাকা খেলোয়াড়দের বোর্ডে আসা দেশের খেলাধুলার জন্য ইতিবাচক হবে। তিনি বলেন, "যাদের ক্রিকেটের ভালো ব্যাকগ্রাউন্ড আছে, তারা বোর্ডে এলে ভালো হয়। শুধু ক্রিকেট নয়, ফুটবল কিংবা হকির মতো অন্যান্য খেলাতেও ভালো ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিরা এলে স্পোর্টসের উন্নতি হয়।"

সায়মা ইসলাম

×