ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম

প্রকাশিত: ২৩:৪১, ৫ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৪৭, ৫ মার্চ ২০২৫

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় ব্যাটসম্যান ও উইকেটকিপার মুশফিকুর রহিম একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ (৫ মার্চ) রাত ১১টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, "আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে আমি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ—জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। হয়তো বিশ্ব মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল, কিন্তু একটি বিষয় নিশ্চিত—আমি যখনই দেশের হয়ে মাঠে নেমেছি, শতভাগেরও বেশি দেওয়ার চেষ্টা করেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে খেলেছি।"

তিনি আরও উল্লেখ করেন, "শেষ কয়েকটি সপ্তাহ আমার জন্য অত্যন্ত কঠিন ছিল, এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার নিয়তি। আল্লাহ বলেন কুরআনে: 'ওয়া তু'ইজ্জু মান তাশা' ওয়া তু'যিলু মান তাশা'' অর্থাৎ, 'তিনিই যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা অপমানিত করেন।' (সূরা আলে ইমরান ৩:২৬)"

পরিশেষে, মুশফিক তার পরিবার, বন্ধু-বান্ধব ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, "জাযাকাল্লাহু খাইর।"

উল্লেখ্য, মুশফিকুর রহিম ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। 

সায়মা ইসলাম

×