
পিএসভির জালে গুনে গুনে ৭ বার বল জড়ালো আর্সেনালের খেলোয়াড়
শুরু হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর লড়াই। মঙ্গলবার রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বড় চমকটা উপহার দিয়েছে আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে এদিন তারা ৭-১ গোলে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে হল্যান্ডের ক্লাব পিএসভিকে। আর তাতেই ইতিহাস গড়েছে মাইকেল আর্তেতার দল।
চ্যাম্পিয়ন্স লীগের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম নকআউট পর্বের অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষের জালে ৭ বার বল জড়ানোর অবিস্মরণীয় কীর্তি গড়লো আর্সেনাল। ডাচ ক্লাব পিএসভির মাঠে মঙ্গলবার প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগের ক্লাবটি। জোড়া গোল করেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড।
১৮ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন জুলিয়েন টিম্বার। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ইথান নোয়ানেরী। ৩১ মিনিটে মাইকেল মেরিনো গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় গানাররা।
দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে গোল করেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তার উৎসবের রেশ কাটতে না কাটতেই অর্থাৎ পরের মিনিটেই আরও এক গোল করেন আর্সেনালের লিয়ান্দ্রো ট্রোসারড।
এরপর ৭৩ মিনিটে ওডেগার্ড ব্যক্তিগত দ্বিতীয় এবং ৮৫ মিনিটে পিএসভির জালে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি নামা কালাফিওরি। পিএসভির এন ল্যাং ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টিতে একমাত্র গোলটি করেন।
মঙ্গলবার প্রিমিয়ার লিগের অন্য ক্লাব অ্যাস্টন ভিলাও জয় পেয়েছে। হাড্ডাহাড্ডি ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুগেকে। ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়। কিন্তু খেলা শেষ হওয়ার আগে ৬ মিনিটের মধ্যে দুই গোল করে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড ১-১ গোলে ড্র করেছে ফরাসি ক্লাব লিলের সঙ্গে।
এদিকে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে। বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের হয়ে গোল দুটি করেন রদ্রিগো এবং ব্রাহিম দিয়াজ। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গোলটি করেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ।
মোস্তফা /রাজু