ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

কোহলির ৮৪ রানের ইনিংসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

প্রকাশিত: ০১:০১, ৫ মার্চ ২০২৫

কোহলির ৮৪ রানের ইনিংসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

ছবিঃ সংগৃহীত

দুর্বল অস্ট্রেলিয়া শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও অভিজ্ঞতার জোরে ভারত ২৬৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় ১১ বল হাতে রেখেই।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। সাত বছর পর মাঠে গড়ানো আসরটিতে নিজেদের শাসন জারি রাখলো তারা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলো ভারত। ২০১৩'র আসরে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে তারা। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হার মানে দলটি। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির হাফ সেঞ্চুরি এবং ট্রাভিস হেডের চল্লিশছোঁয়া ইনিংসে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয় দুবাইয়ের উইকেটে ভারতের স্পিনারদের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়ে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নরা। 

শেষ পর্যন্ত ভারতের অভিজ্ঞতাই পার্থক্য গড়ে দিয়েছে, আর সেই অভিজ্ঞতার প্রতীক হয়ে উঠলেন বিরাট কোহলি। টুর্নামেন্টের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে এক চেজ-মাস্টারসুলভ শতক হাঁকানো কোহলি আজ আরেকটি বড় ইনিংসের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে ৮৪ রানে একটি অস্বাভাবিক বড় শট খেলে আউট হন তিনি। ততক্ষণে ভারতীয় ইনিংস জয়ের পথে অনেকটাই এগিয়ে যায়, রান প্রয়োজন ছিল মাত্র ৪০, ৪৪ বলে।

কিন্তু তারা ৩৩ বলেই কাজ শেষ করে ফেলে। কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়া প্রায় জয় নিশ্চিত করে ফেলেন, পান্ডিয়া আউট হওয়ার পর ভারত মাত্র এক শট দূরে ছিল। অবশেষে, ২০২৩ বিশ্বকাপে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন করেছিলেন, এবারও রাহুলই ম্যাচ শেষ করেন, গ্লেন ম্যাক্সওয়েলের বলে লং-অন দিয়ে ছক্কা হাঁকিয়ে ভারতকে ফাইনালে পৌঁছে দেন।

স্কোর সংক্ষেপ:
ভারত: ২৬৭/৬ (কোহলি ৮৪, আইয়ার ৪৫, রাহুল ৪২*, এলিস ২/৪৯, জাম্পা ২/৬০)
অস্ট্রেলিয়া: ২৬৪ (স্মিথ ৭৩, ক্যারি ৬১, শামি ৩/৪৮, জাদেজা ২/৪০, বরুণ ২/৪৯)
ফল: ভারত ৫ উইকেটে জয়ী

সূত্রঃ ই এস পি এন

ইমরান

×