ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

আজ রাতে পিএসজি-লিভারপুল দ্বৈরথ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৮, ৫ মার্চ ২০২৫

আজ রাতে পিএসজি-লিভারপুল দ্বৈরথ

প্যারিসে অনুশীলনে ব্যস্ত পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা

মঙ্গলবার শুরু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে আজ মাঠে নামছে এবারের আসরের টেবিলটপার দুই দল লিভারপুল, বার্সেলোনা এবং পিএসজি, ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখের মতো জায়ান্ট। প্যারিসে পিএসজির ঘরের মাঠে বড় ম্যাচে মুখোমুখি হবে টেবিলের এক নম্বরে থাকা ইংলিশ জায়ান্ট লিভারপুল। নিজ আঙিনায় স্প্যানিশ বার্সেলোনার চ্যালেঞ্জের সামনে পর্তুগিজ ক্লাব বেনফিকা।

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের ময়দানে লড়বে বুন্দেসলিগার আরেক ক্লাব বায়ার লেভারকুসেন। সব ম্যাচই শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায়। গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোতে উঠেছে লিভারপুল। অন্যদিকে নক আউট খেলতে হলেও সম্প্রতি দারুণ ছন্দে আছে ফরাসি পিএসজি। দুরন্ত ফর্মে উসমান ডেম্বেলে। ম্যাচটির দিকে থাকবে বিশেষ নজর।
বেনফিকা-বার্সার কথাও আলাদা করে বলতে হবে। গ্রুপ পর্বেহাড্ডাহাড্ডি ম্যাচে ৫-৪ গোলে বেনফিকাকে হারিয়েছিল বার্সেলোনা। শেষ ষোলোর এই ম্যাচেও লড়াইটা সহজ হবে না। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ নামবে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে। দুই জার্মান ক্লাবই কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে একে অপরকে। দুই জার্মান ক্লাব মুখোমুখি, যারা বুন্দেসলিগাতেও শীর্ষ দুই অবস্থানে রয়েছে।

অন্য ম্যাচে ডাচ ক্লাব ফেনুর্দের বিরুদ্ধে নামবে ইন্টার মিলান। ৮ ম্যাচে ৭ জয় একটি মাত্র হার লিভারপুলের। সেই ড্রয়ের পর থেকেই সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর মধ্যে একটি হলো লিভারপুল বনাম পিএসজি। আর্নে স্লটের দল গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করলেও শেষ ষোলোতে মুখোমুখি হতে হচ্ছে ফ্রান্সের চ্যাম্পিয়নদের। পিএসজি লিগ পর্বে ১৫তম হয়েছিল, তবে প্লে-অফে ব্রেস্টকে ১০-০ গোলে বিধ্বস্ত করে এসেছে।

এই ম্যাচে থাকবে সুপারস্টারদের লড়াই, যেখানে একদিকে মোহামেদ সালাহ আর অন্যদিকে উসমান ডেম্বেলে দলের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন। সর্বোপরি উয়েফার টেবিলে ৮ ম্যাচে ৬ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। শীর্ষে লিভাপুলের পয়েন্ট ২১। ৮ ম্যাচের ৫টিতে জিতে ১৫ নম্বরে বায়ার্ন। ৪ জয় ২ ড্রয়ে ১৪ পিএসজি।
তবে ইউরোপের সেরা দেশগুলোর সেরা সব দল নিয়ে উয়েফার শেষ ষোলোর লড়াইয়ে টেবিলের অবস্থানের গুরুত্ব সামান্যই। কাগজে-কলমে ফেভারিটদেরও চমকে দিতে পারে যেকোন প্রতিপক্ষ। শেষ ষোলোর ড্রয়ের পরই বিশ্বজুড়ে অগনিত ফুটবলপ্রেমী নড়েচড়ে বসেন। টেবিলের শীর্ষে থাকলেও শেষ ম্যাচে হার দেখা লিভারপুলকে আরও একবার থামাতে চাইবে পিএসজি। স্প্যানিস জায়ান্ট বার্সাও নিশ্চই গ্রুপ পর্বের মতো নয়, চাইবে দাপুটে জয়।

×