ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

শরিফুলের বোলিং ঝলকে রূপগঞ্জের উড়ন্ত সূচনা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৪, ৫ মার্চ ২০২৫

শরিফুলের বোলিং ঝলকে রূপগঞ্জের উড়ন্ত সূচনা

১০ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৪ উইকেট নিয়ে গাজী গ্রুপকে একাই ধসিয়ে দিয়েছেন শরিফুল ইসলাম

বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই অঘটন দেখা গেছে। গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও তারকা সমৃদ্ধ মোহামেডান স্পোর্টিং ক্লাব হেরেছে। কিন্তু মঙ্গলবার তেমনটি ঘটেনি। শক্তিশালী দল গড়া তারকা বহুল আরেকটি দল লিজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। বিকেএসপির ৩ নম্বর মাঠে ম্যাচটি হয়েছে।

আর বিকেএসপির ৪ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৭৭ রানে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৪ উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করেছে।
এবার ডিপিএলে সাকিব আল হাসানকে দলে নেওয়ার ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করে লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। তবে বড় কিছু তারকাকে তারা দলে ভিড়িয়েছে। সেই দলটি বেশ শক্তিধর হয়েছে তা মঙ্গলবার স্পষ্ট হয়েছে। বিকেএসপির ৩ নম্বর মাঠে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে গাজী গ্রুপ ৯৩ রানেই গুটিয়ে গেছে ৩৮.৫ ওভারে। মাত্র ৪ রানেই ৬ উইকেট হারায় তারা।

এর ৪টিই নেন শরিফুল। তিনি ১০ ওভারে ৩ মেডেনে ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ১০ ওভারে ১ মেডেনে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। আব্দুল গাফফার সাকলাইন ৫০ বলে ২ ছয়ে ২৬ এবং তোফায়েল আহমেদ ৫৯ বলে ২ চারে ২৪ রান করেন। জবাবে মাত্র ১৩.৫ ওভারে বিনা উইকেটে ৯৭ রান তুলে ১০ উইকেটের জয় পায় রূপগঞ্জ।

সাইফ হাসান ৩৮ বলে ৫ চারে ২৭ ও তানজিদ হাসান তামিম ৪৬ বলে ১০ চার, ২ ছয়ে ৬৫ রানে অপরাজিত থাকেন। বিকেএসপির ৪ নম্বর মাঠে শাইনপুকুর আগে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৮ রান তোলে। অধিনায়ক রায়ান রহমান ৮১ বলে ৭ চার, ৩ ছক্কায় ৮৭, অনিক সরকার সেতু ৭৮ বলে ৫ চার, ৪ ছক্কায় ৭৭ রান করেন। শেষদিকে জুবায়ের হোসেন ১৪ বলে ১ চার, ৪ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন।

জবাবে ১১০ রানেই ৬ উইকেট হারিয়ে পরাজয়ের মুখে পড়ে পারটেক্ট। শেষ পর্যন্ত তারা ৪৯.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। জাওয়াদ মোহাম্মদ ৬৭ বলে ৩ চারে ৪৬ ও রুবেল মিয়া ৬৫ বলে ২ চার, ১ ছয়ে ৪০ রান করেন। ৩টি করে উইকেট নেন আল ফাহাদ ও রাফি উজ্জামান রাফি। 
মিরপুরে  আগে ব্যাট করতে নেমে ব্রাদার্স ৫০ ওভারে ৫ উইকেটে ২৬২ রান তোলে। দুই ওপেনার মাহফিজুল ইসলাম ১১১ বলে ৭ চার, ১ ছয়ে ৮৪ ও ইমতিয়াজ আহমেদ ৭৫ বলে ৫ চারে ৫০ এবং ওয়ানডাউনে মিজানুর রহমান ৭৬ বলে ৭ চার, ৩ ছক্কায় ৭৩ রান করেন। ১ উইকেটে ১৭২ রান থেকে ব্রাদার্স বেশিদূর যেতে পারেনি শুধু পরের দিকে ব্যাটারদের ব্যর্থতায়।

কামরুল ইসলাম রাব্বি ১০ ওভারে ৫৪ রানে ২ উইকেট নেন। জবাব দিতে নেমে ৫৬ রানের ওপেনিং জুটি গড়ে হাবিবুর রহমান সোহানের (৩০ বলে ৫ চার, ১ ছয়ে ৩২) উইকেট হারায় ধানমন্ডি। আশিকুর রহমান শিবলিও (৩৪ বলে ২৩) দ্রুত ফিরে যান। কিন্তু অধিনায়ক নুরুল হাসান সোহান ৫৩ বলে ৫ চারে অপরাজিত ৫৮ ও ফজলে রাব্বি ৭৮ বলে ১ চার, ৩ ছক্কায় ৫৮ রান করলে ৮ বল বাকি থাকতেই জয় পায় ধানমন্ডি। ৪৮.৪ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান করে তারা। ইয়াসির রাব্বি ৪৭ বলে ২ চার, ২ ছক্কায় ৪১ রান করেন। ইয়াসিন আরাফাত মিশু ৩ উইকেট নেন।

×