ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

বকেয়া ৪৮ লাখ টাকা পাবেন সাকিব?

প্রকাশিত: ১৯:৪৯, ৪ মার্চ ২০২৫

বকেয়া ৪৮ লাখ টাকা পাবেন সাকিব?

সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেটে গত অক্টোবরের পর থেকেই আর যুক্ত নেই সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে, নানা মামলার কারণে দেশে আসতে পারছেন না। একই সঙ্গে বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকেও নিষিদ্ধ আছেন।

তাই আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। কারণ সাকিবের ব্যাংক হিসেব জব্দ করে রাখা হয়েছে। এখন জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বেতন বাবদ ৪৮ লাখ টাকা পাওনা আছে তার। সেই বেতন কি পাবেন সাকিব আল হাসান?

নতুন বছরে এখন পর্যন্ত ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেনি বিসিবি। তবে আসন্ন চুক্তিতে ক্রিকেটারদের বেতন-ভাতা ও ম্যাচ ফি বাড়ছে এমনটাই সোমবার বিসিবির সভা শেষে জানানো হয়েছে। কারা চুক্তিতে থাকছেন সে তালিকা ইতোমধ্যেই চূড়ান্ত করেছে বিসিবি। নিশ্চিতভাবেই সেখানে বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম থাকছে না। কারণ বোলিংয়ের ওপর আইসিসির নিষেধাজ্ঞা থাকা এই অলরাউন্ডার বর্তমানে রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না। 

সর্বশেষ কয়েকটি সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেননি তিনি। ৩ ফরম্যাটেই কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন সাকিব। জানা গেছে ট্যাক্স ব্যতীত এখনও চুক্তি অনুসারে বেতন বাবদ ৪৮ লাখ টাকা বাকি রয়েছে সাকিবের। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় এক ওয়েবসাইটকে বিসিবির এক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। অবশ্য ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব। 

অবশ্য নিয়মমাফিকই চলবে বিসিবি। সাকিব আল হাসানের বেতনের টাকাও দিতে চায় বোর্ড। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদিন ফাহিম সেই ওয়েবসাইটকে বলেছেন, ‘সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে। কারণ আপনি খেলুন বা নাই-ই খেলুন চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।’

মামুন/আশিক

×