
ছবি: সংগৃহীত
শেন ওয়ার্নের তৃতীয় মৃত্যুবার্ষিকী
ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ স্পিন বোলার শেন ওয়ার্ন। ৫২ বছর বয়সে থাইল্যান্ডে ছুটিতে থাকাকালীন হার্ট অ্যাটাকে মারা যান। এই দুঃখজনক ঘটনা ঘটে তিন বছর আগে আজকের দিন ৪ঠা মার্চ, গোটা ক্রিকেট জগতকে শোকের মধ্যে ফেলে দেয়। প্রায় ১৫ বছর ধরে ক্রিকেটে রাজত্ব করা ওয়ার্ন তাঁর অস্বাভাবিক বোলিং অ্যাকশনের মাধ্যমে স্পিন বোলিংকে অনন্য এক উচ্চতার শিখরেন নিয়ে যান, পুনরুজ্জীবিত করেন স্পিন বোলিং এর হারিয়ে যাওয়া মর্যাদাকে।
গুগলি কিংবা লেগ-ব্রেকের মাধ্যমে, ওয়ার্ন তাঁর সময়ের অনেক শীর্ষস্থানীয় ব্যাটসম্যানদের বেকায়দায় ফেলেছিলেন এবং ১৯৯৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
ওয়ার্ন ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন, ভারতের বিরুদ্ধে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একটি টেস্ট ম্যাচে। ক্যারিয়ারের প্রথম পর্যায়ে ওয়ার্ন নিখুঁত ও নিপুণ বোলিং এ অনেক বেশি পরিশ্রম করেন। তিনি লাইন বজায় রাখতে এবং কাঙ্ক্ষিত দৈর্ঘ্যে বল ফেলতে তার কব্জির অ্যাকশন পরিবর্তন করতে বাধ্য হন।
১৯৯৩ সালের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের মাটিতে, ওয়ার্ন মাইক গ্যাটিংকে এক রহস্যময় ডেলিভারিতে বোকা বানান, যা “শতাব্দীর সেরা বল” নামে পরিচিত। সেই বছরেই তিনি নিউজিল্যান্ড সফরে প্রথম ওডিআই খেলেন।
ওয়ার্ন ১৯৪টি ওডিআই ম্যাচে অংশগ্রহণ করেন এবং ২৯৩টি উইকেট নেন। তিনি অনেক সময় তার ব্যাটিং দক্ষতাও প্রদর্শন করেছেন। বিভিন্ন ফরম্যাটে তিনি ১৩টি হাফ সেঞ্চুরি করেছেন এবং মোট ৪,১৭২ রান সংগ্রহ করেন।
রাকিবুল