
ছবি: সংগৃহীত
রোহিত শর্মার নেতৃত্বে ভারত দল আজ ৪ঠা মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে মাঠে নামবে, তাদের একমাত্র লক্ষ্য থাকবে: অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে তাদের বাদ দেওয়া।
তবে, ক্রিকেটের মহাশক্তি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় লাভ করা সহজ হবে না, কারণ তারা নকআউট ম্যাচে অনেক ভালো রেকর্ড ধরে রেখেছে।
ভারত শুধু একবারই অস্ট্রেলিয়াকে নকআউট ম্যাচে হারাতে সক্ষম হয়েছে— ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে দুই দল মুখোমুখি হলে, ট্র্যাভিস হেড এক দৃষ্টিনন্দন সেঞ্চুরি হাঁকান, যা ভারতীয় দলকে ধূলিস্যাত করে দেয়।
দলগত গতিশীলতা এবং নির্বাচন সংশয়
ম্যাথিউ শরের অনুপস্থিতির কারণে অস্ট্রেলিয়া একটি সংশয়ে পড়েছে, কারণ তার বিকল্প হিসেবে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে। যদি দলটি ওপেনিং অর্ডারে সরাসরি প্রতিস্থাপন করতে চায়, তবে জেক ফ্রেজার-ম্যাকগার্ক সবচেয়ে কার্যকর হবে। তবে, শরের অনুপস্থিতি মানে একটি গুরুত্বপূর্ণ অফ-স্পিন হারানো, যা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।
দুবাইয়ের পরিস্থিতি বিবেচনায়, নির্বাচন কমিটি কোপার কননোলিকেও দলে ভেড়াতে পারে। কেননা সে স্পিন বোলিং এর ক্ষেত্রে অতিরিক্ত একজন অপশন হতে পারেন। ইতিমধ্যে, স্পিনার বরুণ চক্রবর্তীর রবিবার পাঁচ উইকেটের বিধ্বংসী বোলিং এর পর তাকে বাদ দেওয়া কঠিন হবে।
সবকিছু ঠিক থাকলে, রোহিত শর্মা একই প্লেয়িং একাদশে থাকবেন যেটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল। যদি তা হয়, তবে ভারত বনাম অস্ট্রেলিয়া সেমি-ফাইনালটি একটি স্পিন কনটেস্ট হতে পারে।
রাকিবুল